HSC Physics Second paper. Introduction Modern Physics Chepter-8 || আধুনিক পদার্থ বিজ্ঞান || পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র || এইচ এস সি পদার্থ বিজ্ঞান
পদার্থ বিজ্ঞান ২য়পত্র
অধ্যায় - ৮ : আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
১. ভীন কোন দেশের বিজ্ঞানী?
ক) ইটালি খ) জার্মান
গ) ইংল্যান্ড ঘ) গ্রীস
২.মাইকেলসন ও মর্লির ইথারের সাপেক্ষে পৃথিবীর পরম বেগ নির্ণয়ে আলাকরশ্মি দর্পণের সাথে কত কোণে আপতিত হয়?
ক) 00 খ) 450 গ) 600 ঘ) 900
৩.ধূমকেতু উল্কাপিন্ডের গতি কোন তত্ত্বের আলোকে ব্যাখ্যা করা যায়?
ক) আপেক্ষিকভাবে সার্বিক তত্ত্ব
খ) আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব
গ) চিরায়ত বলবিদ্যার সূত্র
ঘ) কোনোটিই নয়
৪.ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত?
ক) 1.24×10-14 m খ) 1.50×10-14 m
গ) 1.75×10-14 m ঘ) 2.0×10-14 m
৫.6630×10-10 m তরঙ্গদৈর্ঘ্যের ফোটনের শক্তি কত?
ক) 2×1019 J খ) 5×1018 J
গ) 3×1019 J ঘ) 3×1018 J
৬.ফোটন কী?
ক) তরঙ্গ খ) ভরযুক্ত
কনা
গ) শক্তিগুচ্ছ ঘ) বল
৭.পৃথিবীর সাথে আটকানো বা কম্পিত তলকে কী হিসাবে গণ্য করা হয়?
ক) গূর্ণনশীল কাঠামো খ) গতিশীল কাঠামো
গ) জড় কাঠামো ঘ) ত্বরিক কাঠামো
৮.কোনো ধাতব পৃষ্ঠে আলো পড়লে তা থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ঘটনাকে কী বলা হয়?
ক) ফটোতড়িৎ ক্রিয়া খ) আপেক্ষিকতা
গ) তরঙ্গ তত্ত্ব ঘ) তড়িৎ ক্রিয়া
৯.কোনটি আবিষ্কারকের মধ্যদিয়ে আধুনিক পদার্থবিজ্ঞানের যাত্রা শুরু হয়?
ক) গতিসূত্র খ) তড়িৎ চুম্বকত্ব
গ) তাপগতিবিদ্যা ঘ) এক্স-রে
১০.কৃষ্ণবস্তুর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকলে 850k তাপমাত্রায় কোন বর্ণ ধারণ করে?
ক) লাল খ) কমলা গ) হলুদ ঘ) সাদা
১১.কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হলে ভর কীরূপ হবে?
ক) শূন্য খ)অসীম
গ) পূর্বের অর্ধেক ঘ) পূর্বের
দ্বিগুণ
১২.ঘূর্ণয়মান বস্তু কোন কাঠামোর অন্তর্ভূক্ত?
ক) জড় কাঠামো খ) অজড় কাঠামো
গ) গ্যালিলিও কাঠামো ঘ) সবগুলো
১৩. এক্সেরে হচ্ছে-
i.
তাড়িতচৌম্বক
বিকিরণ
ii.
আয়ন
সৃষ্টিকারী
বিকিরণ
iii.
দৃশ্যমান
বিকিরণ
নিচের
কোনটি
সঠিক?
ক) i ও ii খ) i
ও
iii
গ) ii ও iii ঘ) i,
ii ও
iii
১৪.আহ্নিক গতি কী?
ক) পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে গতি
খ) কক্ষপথে পৃথিবীর গতি
গ) গ্যালাক্সি হতে পৃথিবীর দূরে সরে যাওয়ার গতি
ঘ) কোনটিই নয়
১৫.দুটি ফোটন পরস্পরের দিকে c গতিতে এগিয়ে যাচ্ছে। তাদের আপেক্ষিক
বেগ
কত
হবে?
ক) 0 খ) 1/2
c গ) c ঘ) 2c
১৬.লরেঞ্জ রূপান্তরের ফলাফল-
i.
দৈর্ঘ্য
সংকোচন
ii.
ভর
বৃদ্ধি
iii.
কাল
দীর্ঘায়ন
নিচের
কোনটি
সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i,
ii ও
iii
১৭.কোনো বস্তুর দ্রুতি কত হলে এর মোটশক্তি স্থিরবস্থায় শক্তির দ্বিগুণ হবে?
ক) 2.75×1010 eV খ) 11.2×1010 eV
গ) 9.1×1019 eV ঘ)5×105 eV
১৮.একটি বস্তু কণা 0.5 c বেগে গতিশীল। এর স্থির ভর ও চলমান ভরের অনুপাত কত?
ক) 1.15 খ) 1 গ) 0.866 ঘ) 0.5
১৯.কত সালে রঞ্জন রশ্মি আবিষ্কৃত হয়?
ক) 1897 খ) 1911
গ) 1895 ঘ) 1932
২০.কত সালে নিউটন মহাকর্য বল আবিষ্কার করেন?
ক) 1668 খ) 1686
গ) 1696 ঘ) 1698
২১.মাইকেলসন-মোরলে পরীক্ষায় অপসারণ ব্যতিচার রেখায় কত অংশ?
ক)5 ভাগের 1 ভাগ খ) 25
ভাগের
1 ভাগ
গ) 10 ভাগের 1 ভাগ ঘ) 50
ভাগের
1 ভাগ
২২.আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের স্বীকার্য কয়টি?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
২৩.গতিজনিত ভর বৃদ্ধিকে কী বলে?
ক) ভরের ভারসাম্য খ) ভরের আপেক্ষিকতা
গ) ভরের অসীমতা ঘ) ভরের সাম্যতা
২৪.কুলীজ নল পদ্ধতিতে কানটি উৎপাদন করা হয়?
ক) গামা রশ্মি খ) ক্যাথোড
রশ্মি
গ) এক্সরে রশ্মি ঘ) আলফা রশ্মি
২৫.3×1019 Hz কম্পাঙ্কের একটি এক্স-রে ফোটন একটি ইলেকট্রনের সংঘর্ষের 900 কোণে বিক্ষিপ্ত হয়। ইলেকট্রনের
কম্পটন
তরঙ্গদৈর্ঘ্য
8×10-12 হলে
ফোটনের
নতুন
কম্পাঙ্গ
কত
হবে?
ক) 2.42×1029 s-1 খ) 1.6×1019
s-1
গ) 6.2×1019 s-1 ঘ) 2.42×1019 s-1
২৬.কোনো ঘটনার শুরু ও শেষের মধ্যবর্তী সময়কে কী বলা হয়?
ক) সময় ব্যবধি খ) সময় ব্যবধান
গ) সময় পরিধি ঘ) সময় পরিসর
২৭.একজন নভোচারী 2.8×108 ms-1 বেগে গতিশীল মহাকাশযানে
চড়ে
মহাকাশ
ভ্রমণে
গেলেন। পৃথিবীতে তার ভর 60 kg হলে মহাকাশযানে তার ভর কত হবে?
ক) 60kg খ) 167
kg
গ) 90 kg ঘ) 120
kg
২৮.তড়িৎবিদ্যা ও চুম্বক বিদ্যার মৌলিক সূত্রগুলো কোথায় আলাদা হয়?
ক) গ্যালিলীয় রূপান্তরে খ) লরেঞ্জ রূপান্তরে
গ) নিউটনীয় বলবিদ্যায় ঘ)আপেক্ষিক
তত্ত্বে
২৯.ঐ ব্যক্তির বয়স কত হবে?
ক) 50 বছর খ) 46 বছর গ) 56 বছর ঘ)60 বছর
৩০.একটি প্রোটন কণা 0.05 c বেগে গতিশীল হলে এর দ্য ব্রগলী তরঙ্গদৈর্ঘ্য কত হবে?
ক) 2.64×1010 m খ) 6.2×1010 m
গ) 6.24×1010 m ঘ) 6.64×108 m
৩১.ইথারের সাপেক্ষে কোনো গতি নির্ণয়ের জন্য পরীক্ষা করেন কোন বিজ্ঞানী?
ক) নিউটন খ) হাইগেন
গ)মাইকেলসন ঘ) ম্যাক্সওয়েল
৩২.কোন তত্ত্ব থেকে লরেঞ্জ রূপান্তরের সমীকরণ প্রতিপাদিত হয়?
ক) তরঙ্গতত্ত্ব খ) তড়িৎচুম্বকীয়
তত্ত্ব
গ) কণাতত্ত্ব ঘ) কোয়ান্টাম
তত্ত্ব
৩৩.কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্র এককের নাম দেন “কোয়ান্টাম”?
ক) গ্যালিলিও খ) সিভি রমন
গ) ম্যাক্সওয়েল ঘ) ম্যাক্স
প্লাঙ্ক
৩৪."স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোর ঘড়ি ধীরে চলে" এ ঘটনাকে কী বলে?
ক) দৈর্ঘ্য সঙ্কোচন খ) ভর বৃদ্ধি
গ) সময় সংক্ষেপণ ঘ) কাল দীর্ঘায়ন
৩৫.নিচের কোনটি তরঙ্গধর্মী?
ক) এক্সরে খ) ক্যাথোড
রশ্মি
গ) প্রোটন ঘ) কোনটিই নয়
৩৬.গ্যালিলীয় রুপান্তরে মৌলিক সমীকরণগুলো আলাদা হয়-
i.
তড়িৎবিদ্যায়
ii.
চুম্বকবিদ্যায়
iii.
তাপীয়
বিদ্যার
নিচের
কোনটি
সঠিক?
ক) i ও ii খ) iii গ) ii ঘ) i
৩৭.বস্তু তরঙ্গ-
ক) তড়িচ্চুম্বকীয় তরঙ্গ খ) আড় তরঙ্গ
গ) লম্বিক তরঙ্গ ঘ) অপবর্তন
প্রদর্শন
করে
৩৮.ইথার মাধ্যমের সাপেক্ষে ব্যতিচার অপসারণ কত?
ক) 5 খ) 1/5 গ) 1/3 ঘ) 2/3
৩৯.আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব-
i.
অত্বরিত
বা
শূন্য
বেগবিশিষ্ট
সিস্টেম
নিয়ে
আলোচিত
করে
ii.
দুটি
মৌলিক
স্বীকার্যের
উপর
প্রতিষ্ঠিত
iii.
তিনটি
মৌলিক
স্বীকার্যের
উপর
প্রতিষ্ঠিত
নিচের
কোনটি
সঠিক?
ক) i ও ii খ) i
ও
iii
গ) ii ও iii ঘ) i,
ii ও
iii
৪০.মহাকর্ষ বলের বৈশিষ্ট্য হচ্ছে-
i.
এ
বল
আকর্ষণধর্মী
ii.
বলের
মান
বস্তুদ্বয়ের
ভরের
উপর
নির্ভরশীল
iii.
বস্তুদ্বয়ের
মধ্যে
দূরত্ব
বাড়লে
মহাকর্ষ
বলের
মান
বাড়ে
নিচের
কোনটি
সঠিক?
ক) i ও ii খ) i
ও
iii
গ) ii ও iii ঘ) i,
ii ও
iii
৪১.ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ভর করে-
i.
আলোর
তিব্রতার
ওপর
ii.
আলোর
কম্পাঙ্কের
ওপর
iii.
ধাতুর
কার্যাপেক্ষকের
ওপর
নিচের
কোনটি
সঠিক?
ক) i ও ii খ) i
ও
ii
গ) ii ও iii ঘ) i,
ii ও
iii
৪২.মহাকর্ষ বল-
i.
দুর্বলতম
মৌলিক
বল
ii.
বস্তুর
ভরের
কারণে
সৃষ্ট
হয়
iii.
নির্দিষ্ট
সীমা
পর্যন্ত
বিস্তৃত
নিচের
কোনটি
সঠিক?
ক) i ও ii খ) i গ) ii ঘ) iii
৪৩.কম্পটন প্রভাবে আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য বিক্ষিপ্ত হবার পর-
ক) কমে যায় খ) বৃদ্ধি পায়
গ) অপরিবর্তিত থাকে ঘ) দ্বিগুণ
হয়
৪৪. আইনস্টাইন কোয়ান্টামের কী নাম দেন?
ক) ফোটন খ) মেসন
গ) বোসন ঘ) কৃষ্ণবস্তু
৪৫.জীবন্ত কোষকে ধ্বংস করে কোনটি?
ক) আলফা কণা খ) বিটা রশ্নি
গ) ক্যাথোড ঘ) এক্স রশ্মি
৪৬.ইলেকট্রনটির স্থির ভর ও চলমান ভরের অনুপাত কত?
ক) 1.866 খ) 0.866
গ) 0.5 ঘ) 0.025
৪৭.গ্রহ-নক্ষত্রের গতিবিধি কোন বল দ্বারা নিয়ন্ত্রিত হয়?
ক)মহাকর্ষ বল খ) সবল নিউক্লীয়
বল
গ) তাড়িতচৌম্বক বল ঘ) দুর্বল নিউক্লীয়
বল
৪৮.নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গমনের জন্য কোন বল দায়ী?
ক) মহাকর্ষ বল খ) সবল নিউক্লিয়
বল
গ) দুর্বল নিউক্লিয় বল ঘ) তাড়িতচৌম্বক
বল
উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
একটি ধাতুর কার্য অপেক্ষক 2.3 eV ।
এর
উপর
2500 A তরঙ্গদৈর্ঘ্যের
অতিবেগুনী
রশ্মি
ফেলা
হলো।
৪৯.ভীন কোন দেশের বিজ্ঞানী?
ক) 5.9×1014 Hz খ) 5.55×1013 Hz
গ) 6.55×1014 Hz ঘ) 5.55×1014 Hz
৫০.মাইকেলসন ও মর্লির ইথারের সাপেক্ষে পৃথিবীর পরম বেগ নির্ণয়ে আলাকরশ্মি দর্পণের সাথে কত কোণে আপতিত হয়?
ক) 969 ms-1 খ) 969 kms-1
গ) 3×108 ms-1 ঘ) 2.6×108-19 ms-1
সঠিক উত্তর:
১. (খ) ২. (খ) ৩. (ক) ৪. (ক) ৫. (গ) ৬. (গ) ৭. (গ) ৮. (ক) ৯. (ঘ) ১০. (ক) ১১. (খ) ১২. (খ) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (গ) ১৬. (ঘ) ১৭. (ক) ১৮. (গ) ১৯. (গ) ২০. (খ) ২১. (খ) ২২. (খ) ২৩. (খ) ২৪. (গ) ২৫. (ঘ)
২৬. (খ) ২৭. (খ) ২৮. (ক) ২৯. (খ) ৩০. (ক) ৩১. (গ) ৩২. (খ) ৩৩. (ঘ) ৩৪. (ঘ) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (ঘ) ৩৮. (খ) ৩৯. (ক) ৪০. (ক) ৪১. (গ) ৪২. (ক) ৪৩. (খ) ৪৪. (ক) ৪৫. (ঘ) ৪৬. (খ) ৪৭. (ক) ৪৮. (গ) ৪৯. (খ) ৫০. (খ)
