HSC Chemistry 1st paper chepter-2 || রসায়ন প্রথমপত্র অধ্যায় -২ || গুণগত রসায়ন
আবিষ্কারকের নাম                             পরমাণু মডেল                                     তত্ত্ব / ভিত্তি
 থমসন                      থমসন plum Pudding মডেল         কিসমিস পুডিং মডেল নামে পরিচিত 
রাদারফোর্ড       রাদারফোর্ডপ রমাণু মডেল                 স্বর্ণপাতের উপর কণা বিক্ষেপণ পরীক্ষা
নীলস বোর                      বোর পরমাণু মডেল                                 প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য
বোর ও সামারফিল্ড             বোর ও সামারফিল্ড মডেল              বর্ণালীতে সূক্ষ্ম রেখার ব্যাখ্যা
 লুইস ডি ব্রগলি                     তরঙ্গ বলবিদ্যা মডেল                         ইলেক্ট্রনের কণা ও তরঙ্গ ধর্ম
রাদারফোর্ডের কণা বিচ্ছুরণ পরিক্ষায় ব্যবহৃত উপকরণ-
সংখ্যামূলক তথ্য-
💥রাদারফোর্ডের পরিক্ষায় ব্যবহৃত
সোনার পাতের পুরুত্ব 0.0004 cm
💥 প্ল্যাঙ্কের ধ্রুবক এর মান,
h = 6.626×1023 js
💥 রিডবার্গ ধ্রুবক এর মান,
RH =109678 cm-1
💥 বোর ব্যাসার্ধ্য , 5.292×10-11
m.
💥 এ পর্যন্ত প্রকৃতিতে প্রাপ্ত
ও কৃত্রিম ভাবে সৃষ্ট মৌলের সংখ্যা ১১৪ টি।
💥 সর্বমোট আইসোটোপের সংখ্যা
প্রায়, 1300.
💥 পরমানুর মূল কনিকার সংখ্যা
প্রায় ২০০ এর মতো।
💥 স্থায়ী মূল কণিকার মধ্যে
সবচেয়ে ক্ষুদ্রতম ইলেকট্রোন।
💥 নিউট্রোন সংখ্যা আসোটোপ নির্ধারন
করে ।
💥 মেসন কণিকার স্থায়ীত্ব সবচেয়ে
কম।
💥 উচ্চ রক্ত প্রশমনে অবলোহিত
রশ্মি ব্যবহৃত হয়।
💥 উইলিয়াম হার্সেল সর্বপ্রথম
IR রশ্মি আবিস্কার করেন। 
পূর্ণতরঙ্গের সংখ্যা নির্ণয় 
উদাহরন: বোর পরমানু মডেলের তৃতীয় স্তরে ইলেকট্রোন পূর্ণআবর্তনে কয়টি পূর্ণতরঙ্গ সৃষ্টি করবে ?
উত্তর: পূর্ণতরঙ্গের সংখ্যা = যত তম স্তর = ৩
