HSC Biology 2nd paper Chepter-3 || জীব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়-০৩||মানব শারীরতত্ত্ব : রক্ত ও সঞ্চালন
অধ্যায় : ০৪ ( মানব শারীরতত্ত্ব : রক্ত ও সঞ্চালন)
১. রক্ত কি?
উত্তর: রক্ত হল এক ধরনের লাল বর্ণের সামান্য ক্ষারীয় তরল যোজগকলা।
২. রক্ত তঞ্চন কি ?
উত্তর যে প্রক্রিয়ায় রক্ত তার তারল্যতা হারিয়ে অর্ধ তরল পিণ্ড বা ক্লটে পরিণত হয় তাই রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাধা।
৩. কলামনি কার্ণি কি ?
উত্তর নিলয় প্রাচীরের অর্ন্তগাত্র হতে কতগুলো মাংসাল পেশি নিলয় প্রকষ্টে অভিক্ষেপিত অবস্থায় থাকে এদের কলামনি কার্ণি বলে।
৪. কার্ডিয়াক চক্র কি
উত্তর হৃদপিন্ডের প্রতি স্পন্দন সৃষ্টি করতে সিটোল ও ডায়াস্টোল এর যে চক্রাকার ঘটনাবলী অনুসৃত হয় তাই কার্ডিয়া চক্র।
৫. ব্যারোরিসেপ্টর কাকে বলে
উত্তর মানুষের রক্ত বাহিকার প্রাচীরে বিশেষ সংবেদী স্নায়ু প্রান্ত থাকে এ সংবেদি স্নায়ু প্রান্তকে ব্যারোরিসেপ্টর বলে।
৬. রক্তচাপ কি ?
উত্তর রক্ত রক্তবাহিকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় রক্তবাহিকার প্রাচীরে (প্রধানত ধমনির প্রাচীরে) যে পার্শীয় চাপ প্রয়োগ করে তাই রক্তচাপ।
৭. সিস্টোল কি ?
উত্তর হৃদপিন্ডের সংকোচনাই হল সিস্টোল।
৮. ব্যারোরিফ্লেক্স কি ?
উত্তর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র রক্তনালী ও হৃদপিণ্ড পরিচালনার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করার পদ্ধতি হল ব্যারোর রিফ্লেক্স।
৯. হার্টবিট কি ?
উত্তর: হৃদপিন্ডের একবার সংকোচন ও একবার প্রসারনাই হচ্ছে হৃৎ স্পন্দন বা হার্টবিট।
১০. কারোনারী সংবহন কাকে বলে ?
উত্তর যে সংবহনে রক্ত হৃদপিণ্ডের নিজস্ব পেশীতে অর্থাৎ হৃদপিন্ডের প্রাচীরে সংবাহিত হয় তাকে করোনারি সংবহন বলে।
১১. পালমোনারি সংবহন কি ?
যে সংবহনে রক্ত হৃদপিণ্ডের দান ভেন্ট্রি কল থেকে ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়ামে ফিরে আসে তাই পালমোনারি সংবহন।
১২. অ্যানজাইনা কি ?
উত্তর অ্যানজাইনা হল একপ্রকার হৃদপিণ্ড জনিত বুক ব্যথা হৃদপেশি যখন অক্সিজেন সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না তখন এ ব্যথা অনুভূত হয়।
