HSC Physics 1st Paper Chapter 1 | Physical World And Measurment | পদার্থ বিজ্ঞান ১ম পত্র অধ্যায় ১ | ভৌতজগৎ ও পরিমাপ |

 

HSC Physics 1st Paper Chapter 1 | Physical World And Measurment | পদার্থ বিজ্ঞান ১ম পত্র অধ্যায় ১ |  ভৌতজগৎ ও পরিমাপ |













জগৎ  অস্তিত্বশীল যা কিছু নিয়ে গঠিত তাকে জগত বলে

জগতকে দুই শ্রেণীতে ভাগ করা যায় ভৌত জগৎ বা জড়জগৎ জীব জগৎ

ভৌত জগত  পদার্থ ও শক্তি নিয়ে গঠিত প্রাণের অস্তিত্বহীন জগৎকে ভৌত জগত বলে

 ভৌত জগতের উপাদান ভৌত জগৎ মূলত চারটি উপাদানের সমন্বয়ে গঠিত

স্থান কাল বা সময় ভর ও শক্তি


 ভাঙ্গনের পর্যায়ক্রম বস্তু → অনু পরমাণু  স্থায়ী ও অস্থায়ী কণিকা কোয়ার্ক  বা শক্তিগুচ্ছ

 

পদার্থের ধর্ম

 সাধারণ ধর্ম : ওজন, বিস্তৃতি, রোধ ও স্থিতিস্থাপকতা।

 বিশেষ ধর্ম:

  • কঠিন পদার্থের স্থিতিস্থাপকতা দৃঢ়তা ভঙ্গুরতা
  •  তরল পদার্থের  পৃষ্ঠটান বা তলটান
  •  তরল ও বায়বীয় পদার্থের সান্দ্রতা
  •  রেডিও /  রেডিও একটিভ এর ব্যবহারিক প্রয়োগ থাইরয়েড ক্রিয়া পর্যবেক্ষণ থাইরয়েড ক্যান্সার চিকিৎসা
  •  তড়িৎ চৌম্বক আবেশ এর ব্যবহারিক প্রয়োগ জেনারেটর ট্রান্সফরমার
  •  তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া তড়িৎ প্রোলেপন তড়িৎ মুদ্রণ ধাতু নিষ্কাশন ধাতু বিশুদ্ধকরণ
  •  লেজার রশ্মি  এর ব্যবহারিক প্রয়োগ মানব দেহের ক্যান্সার চিকিৎসা গলব্লাডার ও কিডনি থেকে পাথর অপসারণ
  •  এক্স রশ্মি বা গামা রশ্মি এর ব্যবহারিক প্রয়োগ ম্যালিগ ন্যান্ট কোষ ধ্বংস করা
  •  রেডিও টেলিস্কোপ এর ব্যবহারিক প্রয়োগ 
  • রেডিও  রেডিও একটিভ  নিউক্লিক এসিডের গঠন জানতে সহায়তা করে
  • ইউটারিন ক্যান্সার  চিকিৎসা


আবিষ্কারের ধাপসমূহের ক্রম:

 ধারণা অনুকল্প স্বীকার্য তত্ত্ব সূত্র নীতি সমীকরণ  অনুসিদ্ধান্ত



 ধারণা বা প্রত্যয়:

  • কোন কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি বা বোধগম্যতা হলো ওই বিষয় সম্পর্কে ধারণা
  •  কোন  ধারনা হলো কোন ভাবনা বা চিন্তা ধারা  বা কোন সাধারণ অভিমত

 উদাহরণ- তাপের ধারণা হলো  তাপ এক প্রকার শক্তি  যা কোন বস্তুতে প্রয়োগ করলে তাপমাত্রা বৃদ্ধি পায়

এবং বর্জন করলে হ্রাস পায়।


অনুকল্প কোন কিছু সম্পর্কে অনুসন্ধানের যে অনুমতি সিদ্ধান্ত নেওয়া হয় তাকে অনুকল্প বলে

  এভোগেড্রোর অনুকল্প


 সীকার্য : কোন গাণিতিক মডেল বা সূত্র প্রতিষ্টা  করার লক্ষ্যে যদি কিছু পূর্ব শর্ত স্বীকার করে নেওয়া হয় তবে ওই পূর্ব শর্ত সমূহ কে স্বীকার্য বলে

 উদাহরণ

  • আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব দুটি মৌলিক  স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত
  •  পদার্থবিজ্ঞানী নীলস বোর তার পরমাণু মডেলের ভিত্তি হিসেবে তিনটি স্বীকার্য প্রদান করেন

 

নীতি :

  • যেসব সাধারন সূত্র  বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের ভিত্তি ধরা হয় তাদের বলা হয় নীতি।
  •  যে সকল প্রাকৃতিক সত্য সরাসরি স্পষ্ট ভাবে প্রমাণ করা যায় এবং ওই সত্যের সাহায্যে অনেক প্রাকৃতিক ঘটনাকে প্রমাণ করা যায় তাকে নীতি বলে

 উদাহরণ

  • ডপলারের এর নীতি
  •  হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি
  •  তরঙ্গের উপরিপাতন নীতি

 তত্ত্ব : পরীক্ষা-নিরীক্ষার দ্বারা প্রমাণিত অনুকল্প কে তত্ত্ব বলে।

 কোন কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা ভাব বা ধারণা তাকে তত্ত্ব বলে।

 উদাহরণ

  • আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব
  •  ডারউইনের বিবর্তন তত্ত্ব
  •  প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব
 সূত্র

  • যখন কোন তথ্য অনেক পরীক্ষা-নিরীক্ষার সাহায্যে প্রমাণিত হয় এবং মূল কথাগুলো একটি উক্তির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বৈজ্ঞানিক সূত্র বলে।

  • কোন নির্দিষ্ট শর্ত বা অবস্থায় সব সময় কি ঘটবে তার বর্ণনা হলো সূত্র।
 উদাহরণ

  • গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র
  •  নিউটনের গতি সূত্র
  • নিউটনের মহাকর্ষ সূত্র 


রাশি পরিমাপকের বিভিন্ন যন্ত্র

  •  বায়ুর চাপ পরিমাপক যন্ত্র এর নাম ব্যারোমিটার
  •  উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার
  •  বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার
  •  গ্যাসীয় পদার্থের ওজন  নির্ণয়কারী যন্ত্রের নাম অ্যারোমিটার
  •  বেগ পরিমাপক যন্ত্রের নাম ভেলাটো মিটার
  •  তরলে নিমজ্জিত কোন বস্তুর ওজন পরিমাপক যন্ত্র এর নাম উদ স্থিতি নিক্তি
  •  দূরবর্তী বস্তুর তাপ নির্ণয়কারী যন্ত্রের নাম পাইরোমিটার
  •  উচ্চতা মাপার যন্ত্রের নাম অল্টি মিটার
  •  ভোল্টেজ পরিমাপক যন্ত্রের নাম ভোল্টামিটার
  •  শব্দের কম্পাঙ্ক নির্ণয়ের যন্ত্রের নাম সনোমিটার
  •  সূক্ষ্ম তারের ব্যাস নির্ণয়ক যন্ত্রের নাম স্ক্রু গজ
  •  নিউক্লিয়াসের শক্তি কাজে লাগানোর যন্ত্রের নাম রিয়াক্টার
  •  ভূমিকম্প মাপার যন্ত্র সিসমোগ্রাফ/ রিখটার স্কেল
  •  গ্যাসের চাপ নির্ণয় কারী যন্ত্র ম্যানোমিটার
  •  পাতলা পাতের পুরুত্ব বা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় কারী যন্ত্রের নাম স্ফেরোমটিার
  •  দ্রুতি পরিমাপক যন্ত্র এর নাম স্পিডোমিটার
  •  গোলকের ব্যাস পরিমাপ মোটা তার গোলক ইত্যাদির  ব্যাস পরিমাপক যন্ত্র এর নাম স্লাইড ক্যালিপার্স
  •  রক্তচাপ নির্ণয়কারী যন্ত্রের নাম স্ফিগমো ম্যানোমিটার
  •  যে পাত্রের তড়িৎ বিশ্লেষণ করা হয় ওই যন্ত্রের নাম ভোল্টামিটার  
  • বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্রের নাম অ্যামিটার
  •  বায়বীয় পদার্থের প্লবতা নির্ণয় কারী যন্ত্রের নাম ব্যারোস্কোপ
  • বাতাসের বেগ নির্ণয় কারী যন্ত্রের নাম অ্যানোমোমিটার


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন