HSC Physics 1st Paper Chapter 7 | Structural Properties Of Matter | পদার্থ বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৭ | পদার্থের গাঠনিক ধর্ম
আন্ত আণবিক বল
আন্তঃআণবিক দূরত্বের পরিমাণ থেকে
আন্তঃআণবিক বল অনুদয়ের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল
আন্তঃআণবিক বলের প্রকৃতি
কম্পন গতি থাকলেও ঘূর্ণন গতি নেই
চাপ প্রয়োগে আয়তন সংকুচিত হয় না
আন্তঃআণবিক আকর্ষণ বল গতিশক্তির চেয়ে বেশি
সমদিক ধর্মী বস্তু ধাতব দণ্ড তার
স্থিতিস্থাপক ক্লান্তি বিজ্ঞানী কেলভিন এর নামকরণ করেন
আন্ত আণবিক আকর্ষণ বলকেই স্থিতিস্থাপক বল বলে
অসমদিক ধর্মী বস্তু লবণ কোয়াটস
কঠিন তরল এবং বায়বীয় পদার্থের আন্ত আণবিক বল
কম্পন গতি থাকলেও ঘূর্ণন গতি নেই
চাপ প্রয়োগে আয়তন সংকুচিত হয় না
আন্তঃআণবিক আকর্ষণ বল গতি শক্তির চেয়ে বেশি
তরল
তরল পদার্থের কণা সমূহ কম্পিত আবর্তিত এবং নির্দিষ্ট সীমার মধ্যে স্থানান্তরিত হতে পারে
চাপ প্রয়োগে তরল পদার্থের উল্লেখযোগ্য সংকোচন ঘটে না
আন্ত আণবিক আকর্ষণ বল এবং গতিশক্তির মান কাছাকাছি
বায়বীয়
আণবিক কম্পন আবর্তন ও স্থানান্তর গতি রয়েছে
চাপ প্রয়োগে গ্যাসের আয়তন ব্যাপকভাবে হ্রাস পায়
গতিশক্তির মান আন্তঃআণবিক বলের চেয়ে অনেক বেশি
আন্তঃআণবিক আকর্ষণ বল সৃষ্টি হয় দুটি শক্তির দরুন
পারিপার্শ্বিক অনুগুলোর ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট বিভব শক্তি
অনু গুলোর তাপীয় শক্তি যা প্রকৃতপক্ষে অণুগুলোর গতিশক্তি এই শক্তি বস্তুর উষ্ণতার উপর নির্ভর করে
পদার্থের বন্ধন পরমাণু সমূহের আকর্ষণ শক্তি যা দুটি একই বা বিভিন্ন মৌলের পরমাণুর যুক্ত হয়ে অনু গঠন করে তাকে পারমাণবিক বন্ধন বলে
রাসায়নিক বন্ধন প্রধানত ৫ প্রকার যথা
আয়নিক বন্ধন সমযোজী বন্ধন হাইড্রোজেন বন্ধন ধাতব বন্ধন ও ভ্যান্ডারওয়ালস জনিত বন্ধন
আয়নিক বন্ধন
ধাতব ও অধাতব মৌলের রাসায়নিক বিক্রিয়াকালে ধাতুর পরমাণুর বহিস্তর থেকে অধাতু পরমাণুর বহিস্তরে এক বা একাধিক ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার মাধ্যমে সৃষ্ট ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা গঠিত হয় তাকে রাসায়নিক বন্ধন বলে ।
আয়নিক বন্ধন দ্বারা সৃষ্ট যৌগকে আয়নিক যৌগ বলে
সমযোজী বন্ধন: অনুগঠনের সময় যদি পরমাণু নিজ নিজ বহিস্তরে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন কাঠামো অর্জনের উদ্দেশ্যে সমান সংখ্যক ও যুগল ইলেকট্রন সরবরাহ করে এক বা একাধিক ইলেকট্রন জোড় সৃষ্টি করে এবং উভয় পরমাণু তার সমানভাবে শেয়ার করে তবে পরমাণুদ্বয়ের মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে।
সমযোজী বন্ধন এর শর্ত:
দুটি অধাতব পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়।
উভয় অধাতব পরমাণু সমান সংখ্যক ইলেকট্রন যোগান দিয়ে এক বা একাধিক ইলেকট্রন যুগল সৃষ্টি করে তা উভয় পরমাণু সমভাবে শেয়ার করে থাকে।
ধাতব বন্ধন কোন ধাতুর মধ্যে যে আকর্ষণ বল পরমাণুগুলোকে পরস্পরের সাথে আটকে রাখে তাকে ধাতব বন্ধন বলে
ধাতব বন্ধনের বৈশিষ্ট্য
বন্ধনের প্রকৃতি সমযোজী ধরনের কিন্তু অ সম্পৃক্ত এবং অধিক সংখ্যক পরমাণুর সাথে আবদ্ধ থাকার সুযোগ রয়েছে
পলির বর্জন নীতি অনুসারে যতটি সুযোগ রয়েছে পরমাণু গুলোর মাঝে ইলেকট্রন ঘনত্ব তার চেয়ে কম
ভ্যান্ডাওয়ালস বন্ধন
কাছাকাছি অবস্থিত পরমাণু সমূহের মধ্যে একটি সার্বজনীন দুর্বল আকর্ষণ বল ক্রিয়া করে যে পারস্পরিক ক্রিয়ার ফলে এ বল সৃষ্টি হয় তাকে ভ্যানডার ওয়ালস পারস্পরিক ক্রিয়া বলে এবং এ বল কে ভ্যান্ডারওয়ালস বল বলে
ভ্যান্ডার ওয়ালস পারষ্পারিক ক্রিয়ার ফলে সৃষ্ট এ বন্ধনকে ভান্ডারবলস বন্ধন বলে এ ধরনের বন্ধনে বন্ধন শক্তি খুবই দুর্বল। উদাহরণ: নিষ্ক্রিয় গ্যাস
বন্ধনের প্রকৃতি সবলতা ও বন্ধনের ধরন
আয়নিক বন্ধন শক্তিশালী বন্ধন এ বন্ধন ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে গঠিত হয়
সমযোজী বন্ধন শক্তিশালী বন্ধন এ বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়
ধাতব বন্ধন দুর্বল বন্ধন এ বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়
ভ্যানডার ওয়ালস বন্ধন দুর্বল বন্ধন এর বন্ধন প্রকৃতি দ্বি মেরু মিথস্ক্রিয়
ভ্যানডার ওয়ালস বন্ধনের প্রকারভেদ তিন প্রকার যথা
ডাইপোল ডাইপোল বন্ধন
ডাইপোল আবিষ্ট ডাইপোল বন্ধন
আবিষ্ট ডাইপোল আবিষ্ট ডাইপল ভ্যানডার ওয়ালস বলের প্রধান অংশ
প্লাজমা অবস্থা
অত্যাধিক তাপমাত্রায় বায়বীয় পদার্থ আয়নিত হয়ে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টি হয় পদার্থের এই অবস্থাকেই প্লাজমা অবস্থা বলে
এটি পদার্থের চতুর্থ অবস্থা এ অবস্থায় পদার্থের পরমাণুর নিকলেস কে ঘিরে থাকা ইলেকট্রনের এক বা একাধিক ইলেকট্রন মুক্ত হয় যায়
স্থিতিস্থাপকতা সম্পর্কিত তথ্যাবলী
স্থিতিস্থাপকতা যে ধর্মের ফলে বাইরে থেকে প্রযুক্ত বল অপসারিত হলে বিকৃত বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতা বলে
লোহা বা ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক
নমনীয় বস্তু/ প্লাস্টিক বস্তু / অ স্থিতিস্থাপক বস্তু
বিকৃতকারী বল অপসারণের পর যদি বস্তুর অবস্থান পুন:প্রাপ্তি না ঘটে তবে তাকে নমনীয় বস্তু বলে বাস্তবে পূর্ণ নমনীয় বস্তু পাওয়া যায় না তবে আঠার দলা / মাটির দলা/ কাদা, চুইংগাম মোম প্রভৃতিকে পূর্ণ নমনীয় বস্তু হিসেবে ধরা হয়
পূর্ণ স্থিতিস্থাপক বস্তু
কোন বস্তুর উপর বল প্রয়োগ করার পর ওই বল অপসারণ করা হলে বস্তুটি যদি পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরে আসে তবে তাকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে
সাধারণত রাবারকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু ধরা হয়
পূর্ণ দৃঢ় বস্তু কোন বস্তুর উপর যে কোন বল প্রয়োগ করে যদি তার বিকৃত বা কায়িক পরিবর্তন ঘটানো না যায় তবে ওই বস্তুকে পূর্ণ দৃঢ় বস্তু বলে পূর্ণ দৃঢ় বস্তু বাস্তবে পাওয়া যায় না
তবে ব্যবহারিক কাজে সাধারণত কাচ ইস্পাতকে পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে ধরা হয়
স্থিতিস্থাপকসীমা ইস্পাত ও হীরার স্থিতিস্থাপক সীমা খুব বেশি আবার দস্তার স্থিতিস্থাপক সীমা খুব কম
বিকৃতি কোন একটি বস্তুর উপর বল প্রয়োগে এর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে
বিকৃতি স্কলারশি এর কোন মাত্রা ও একক নেই
কোন একটি বস্তুর একক ক্ষেত্রফলের উপর ক্রিয়া মুলক বা প্রতিক্রিয়া মুলক বলের মানকে পিরন বলে
পীড়নের প্রকারভেদ
দৈর্ঘ্য পীড়ন আকার বা ক্রিন্তন পীড়ন মোচর পীড়ন ব্যাবর্তন পীড়ন আয়তন পিরণ
পীড়নের একক
পীড়নের মাত্রা
স্থিতিস্থাপক গুণাঙ্ক তিন প্রকার যথা
ইয়ংএর স্থিতিস্থাপক গুণাঙ্ক দৃঢ়তার গুণাঙ্ক আয়তনের স্থাপক গুণাঙ্ক
কঠিন পদার্থের এই তিনটি গুণাঙ্ক থাকবে
সংনম্যতা কোন বস্তুর চারদিক থেকে সমান চাপ প্রয়োগ করলে বস্তুটির আয়তন কমে যায় বস্তুর এ ধর্মকে সংনম্যতা বলে
সংনম্যতার গাণিতিক সংজ্ঞা, আয়তন গুনাঙ্কের বিপরীত রাশি কে সংনম্যতা বলে
কঠিন ও তরল পদার্থের তুলনায় গ্যাসের সংনম্যতা অনেক বেশি কখনো কখনো আয়তন- গুণাঙ্ক কে অসংনম্যতাও বলা হয়
