HSC Physics 2nd Paper Chapter-9 (Atom Model)
পদার্থ বিজ্ঞান ২য় পত্র
অধ্যায় -৯ (পরমানু মডেল )
প্রশ্ন-১. অর্ধায়ু কী?
উত্তর: যে সময়ে কোনো নির্দিষ্ট তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণুর সংখ্যা প্রাথমিক পরমাণুর সংখ্যার অর্ধেকে পরিণত হয় তাকে অর্ধায়ু বলে।
প্রশ্ন-২. তেজস্ক্রিয় রূপান্তর সমীকরণটি লিখ।
প্রশ্ন-৩. প্রোটন আবিষ্কার করেন কে?
উত্তর: বিজ্ঞনী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন।
প্রশ্ন-৪. নিউক্লিয়ন কী?
উত্তর: নিউক্লিয়াসে যে সকল কণা থাকে সে সকল কণাগুলোকে একত্রে নিউক্লিয়ন বলা হয়।
প্রশ্ন-৫. পরমাণু কী?
উত্তর: জড় পদার্থ কতকগুলো অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত যার নাম অ্যাটম বা পরমাণু।
প্রশ্ন-৬. তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটি বিবৃত কর।
উত্তর: কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙন বা অবক্ষয়ের হার ঐ সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক।
প্রশ্ন-৭. গড় আয়ু কী?
উত্তর: প্রত্যেকটি তেজস্ক্রিয় পরমাণুর আয়ুর যোগফলকে পরমাণুর প্রারম্ভিক সংখ্যা দ্বারা ভাগ করলে যে আয়ু পাওয়া যায় তাকে ঐ তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু বলে।
প্রশ্ন-৮. নিউক্লীয় বন্ধন শক্তি কাকে বলে?
উত্তর: কোনো প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়ন একত্রিত হয়ে একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যে পরিমণশক্তি নির্গত বা শোষিত হয় তাকে নিউক্লীয় বন্ধন শক্তি বলে।
প্রশ্ন-৯. বোরের পরমাণুর মডেলের প্রথম স্বীকার্য কী?
উত্তর: কোনো নির্দিষ্ট কক্ষে আবর্তনকালে ইলেকট্রন এর কৌণিক ভরবেগ (h/2π) এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে।
প্রশ্ন-১০. বোরের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য কী?
উত্তর: পরমাণুর ইলেকট্রনগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এই সকল কক্ষে থাকাকালীন ইলেকট্রনগুলো কখনও শক্তি বিকিরণ করে না।
প্রশ্ন-১১. বোরের পরমাণু মডেলের তৃতীয় স্বীকার্য কী?
উত্তর: যখন একটি ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষ হতে অন্য একটি কক্ষে স্থানান্তরিত হয় তখনই শক্তির বিকিরণ বা শোষণ ঘটে। বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ ঐ দুটি কক্ষপথের শক্তির বিয়োগ ফলের সমান।
প্রশ্ন-১২. পারমাণবিক ভর সংখ্যা কী?
উত্তর: কোনো পরমাণুর প্রোটন ও নিউট্রনের সংখ্যাকে পরমাণবিক ভর সংখ্যা বলে।
প্রশ্ন-১৩. পদার্থের অণু কী?
উত্তর: প্রত্যেক পদার্থ যে অতীব ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত তাকে অণু বলে।
প্রশ্ন-১৪. পরমাণুর মডেল কী?
উত্তর: বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় পরমাণুর গঠন প্রকৃতি ও আচরণ প্রকাশের জন্য বিভিন্ন চিত্র কল্পনা করেন। এর নাম পরমাণু মডেল।
প্রশ্ন-১৫. নিউক্লিয়াস কী?
উত্তর: পরমাণুর সব ধনাÍক আধান ও ভর তার কেন্দ্রে যে অতি অল্প পরিসর স্থানে কেন্দ্রীভূত তাকে নিউক্লিয়াস বলে।
প্রশ্ন-১. বাদারফোর্ডের পরমাণুর মডেলকে সৌর জগতের সাথে তুলনা করা যায় কীভাবে?
উত্তর: রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে সৌর জগতের গঠনের সাদৃশ্য রয়েছে বলে এই মডেলকে সৌরমডেল বলা হয়। কারণ গ্রহগুলো যেমন সূর্যের চারদিকে ঘূর্ণায়মান তেমনি ইলেকট্রনগুলো পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান।
প্রশ্ন-২. বোরের পরমাণুর মডেলের দ্বিতীয় স্বীকার্য ব্যাখ্যা করো।
উত্তর: বোরের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য হল-
পরমানুস্থ ইলেকট্রনসমূহ ইচ্ছাকৃত যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে অর্থাৎ সব সন্ধানী কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করতে পারে না। বরং কয়েকটি পৃথক পৃথক নির্দিষ্ট ও সুবিধাযুক্ত বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এই কক্ষপথগুলোকে স্থায়ী ও অবিকিরণযোগ্য কক্ষপথ বলে। এই স্থায়ী কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনসমূহ কখনও শক্তি বিকিরণ করে না এবং ইলেকট্রনের গতিপথ সর্পিল আকারে ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে আসে না। ফলে বোরের পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাকে অতিক্রম করে।
প্রশ্ন-৩. বোরের পরমাণু মডেলের তৃতীয় স্বীকার্য ব্যাখ্যা করো।
উত্তর: বোরের পরমাণু মডেলের তৃতীয় স্বীকার্য হল-
যখনই কোনো ইলেকট্রন সুবিধাযুক্ত কক্ষপথ হতে অপর একটি সুবিধাযুক্ত কক্ষপথে লাফ দেয়, তখন শক্তির বিকিরণ বা শোষণ ঘটে। যদি ইলেকট্রন উচ্চতর সুবিধাযুক্ত কক্ষপথ হতে নিুতর সুবিধাযুক্ত কক্ষপথে লাফ দেয়, তবে শক্তির বিকিরণ ঘটে। আর যদি ইলেকট্রন নিুতর সুবিধাযুক্ত কক্ষপথ হতে উচ্চতর সুবিধাযুক্ত কক্ষপথে লাফ দেয় তবে শক্তির শোষণ ঘটে। এই বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ ঐ দুটি কক্ষপথের শক্তির বিয়োগফলের সমান এবং এর মান এক কোয়ান্টাম অর্থাৎ hu।
\ E = E2 ~ E1 = hu
প্রশ্ন-৪. বোর কক্ষপথগুলিকে স্থায়ী কক্ষপথ বলা হয় কেন?
উত্তর: বোর কক্ষপথগুলিকে ‘স্থায়ী কক্ষপথ’ বলা হয় কারণ এই কক্ষপথগুলিতে প্রদক্ষিণ করার সময় ইলেকট্রন কোনো শক্তি বিকিরণ করে না। যদিও প্রদক্ষিণ কালে এদের গতিতে ত্বরণ থাকে তথাপি বোরের স্বীকার্য অনুযায়ী ইলেকট্রনগুলি শক্তি ক্ষয় না করে কক্ষপথে আবর্তন করে।
প্রশ্ন-৫. আলফারশ্মির চারটি ধর্ম লেখ।
উত্তর: আলফা রশ্মির চারটি ধর্ম নিচে দেওয়া হল:
i. এরা ধন চার্জ বহন করে। চার্জের পরিমাণ 3.2 ´ 10-19C
ii. এরা দ্বি-আয়নিত হিলিয়াম পরমাণু।
iii. এরা বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। এটি প্রমাণ করে যে আলফা রশ্মির কণাগুলো চার্জগ্রস্থ। বিক্ষেপের অভিমুখ হতে আলফা রশ্মির চার্জ ধনাÍক প্রমাণিত হয়।
iv. এরা ফটোগ্রাফিক প্লেটের উপর বিক্রিয়া করে।
প্রশ্ন-৬. নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের উৎস কী?
উত্তর: নিউক্লিয়াসের ভিন্ন পরমাণুর অভ্যন্তরে অবশিষ্ট অংশই ফাঁকা বা শূন্য। এই অংশে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ধনচার্জযুক্ত নিউক্লিয়াসের চারদিকে কতকগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। ইলেকট্রনগুলোর ঘূর্ণনজনিত কেন্দ্রবিমুখী বল ও নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলোর মধ্যে ক্রিয়াশীল কুলম্বীয় বল সমান ও বিপরীতমুখী হওয়ায় ইরেকট্রনগুলো সুস্থিরভাবে নির্দিষ্ট দূরত্বে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। রাদারফোর্ড বলেন যে, পরমাণুর এই মডেলকে সৌর জগতের সাথে তুলনা করা যায়। গ্রহগুলো যেমন সূর্যের চারদিকে ঘুরছে তেমনি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে।
প্রশ্ন-৭.6C12 বলতে কী বোঝ?
উত্তর: 6C12 বলতে বোঝায়, এটি কার্বন মৌল যার পারমাণবিক সংখ্যা 6 এবং ভর সংখ্যা 12। এক্ষেত্রে নিউট্রন সংখ্যা হবে (12-6) বা 6.
প্রশ্ন-৮. i) একটি ইলেকট্রন কিভাবে প্রথম কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে যেতে পারে?
ii) দ্বিতীয় পক্ষ থেকে প্রথম কক্ষে ইলেকট্রন গমন করলে কী হবে?
উত্তর: i) বোর পরমাণু মডেল অনুযায়ী, একটি ইলেকট্রন E1 ~ E2 = hu পরিমাণ শক্তি শোষণ করে প্রথম কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে যেতে পারে [যেখানে, E1 = ১ম কক্ষপথের শক্তি, E2= ২য় কক্ষপথের শক্তি, h = প্ল্যাঙ্কের ধ্রুবক এবং u = শোষিত শক্তির কম্পাঙ্ক]
ii) বোর পরমাণু মডেল অনুযায়ী, দ্বিতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে ইলেকট্রন গমন করলে E1 ~ E2 = hu পরিমাণ শক্তি বিকিরণ করবে।
প্রশ্ন-৯. বোরের কোয়ান্টাম শর্ত ব্যাখ্যা কর।
উত্তর: বোরের কোয়ান্টাম শর্ত: কোনো স্থায়ী কক্ষপথ আবর্তনকালে ইলেকট্রনের মোট কৌণিক ভরবেগ h/2π ও পূর্ণসংখ্যার গুণিতক হবে। এখানে, য হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। ইলেকট্রনের কক্ষপথ সম্বন্ধে বোরের এই প্রকল্পকে কোয়ান্টাম পথ বলে।
এর অর্থ এই যে, r ব্যাসার্ধের স্থায়ী কক্ষে m ভরবিশিষ্ট ইলেকট্রন দ্রুতিতে আবর্তিত হলে এর কৌণিক ভরবেগ mvr = nh/2π
এখানে, n একটি পূর্ণসংখ্যা। বিভিন্ন কক্ষপথের জন্য n এর মান বিভিন্ন হয়। নিউক্লিয়াসের অবস্থানের সাপেক্ষে ১ম, ২য়, ৩য় ইত্যাদি স্থায়ী কক্ষপথের জন্য n = 1,2,3 ইত্যাদি হয়, কিন্তু শূন্য নয়। n কে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়।
প্রশ্ন-১০. কৃত্রিম তেজস্ক্রিয়তা বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উত্তর: ১৯৩৪ খ্রিষ্টাব্দে আইরন কুরি ও তার স্বামী ফ্রেডরিক জোলিও কৃত্রিম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। জোলি দম্পত্তি পরীক্ষার মাধ্যমে দেখান যে, a(আলফা)-কণার আঘাতে লক্ষ্যবস্তুর নিউক্লিয়াস অন্য কোনো মৌলের তেজস্ক্রিয় আইসোটোপে রূপান্তরিত হয়। পরে রূপান্তরিত আইসোটোপ পজিট্রন নির্গত করে অন্য প্রকার স্থায়ী পরমাণুতে পরিণত হয়। এ ঘটনাকে কৃত্রিম বা আবিষ্ট তেজস্ক্রিয়তা বলা হয় এবং স্বাভাবিকভাবে অ-তেজস্ক্রিয় পরমাণুর এ তেজস্ক্রিয় রূপকে বলা হয় রেডিও আইসোটোপ।
প্রশ্ন-১১. রাদারফোর্ডের পরমাণু মডেলের পরীক্ষার ফলাফল ব্যাখ্যা করো।
উত্তর: পরীক্ষার মাধ্যমে জানা যায়, রাদারফোর্ডের পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস যেখানে পরমাণুর সমস্ত ধন আধান এবং ভর কেন্দ্রীভূত। এই নিউক্লিয়াসের চারদিকেই বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে ইলেকট্রনসমূহ। ধন আধানযুক্ত আলফা কণা স্বর্ণপাতের মধ্য দিয়ে যাওয়ার সময় নিউক্লিয়াসের খুব নিকটে আসার সম্ভাবনা কম। তাই অধিকাংশ আলফা কণাই প্রায় শূন্য জায়গার মধ্য দিয়ে সোজা পথেই বের হয়ে আসবে। আবার যেসব আলফা কণা নিউক্লিয়াসের প্রায় কাছাকাছি আসবে তারা নিউক্লিয়াসের ধন আধান দ্বারা বিকর্ষিত হবে এবং এদের আদি গতিপথ হতে বিচ্যুত হবে।
MCQ Part
১. যেসব পরমাণুর ভর সংখ্যা এক কিন্তু পারমাণিবিক সংখ্যা ভিন্ন তাদের বলে-
ক) আইসোবার খ) আইসোমার
গ) আইসোটোপ ঘ) ইলেকট্রন
২. কত সালে বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলের প্রস্তাব করেন?
ক) 1922 খ) 1911
গ) 1919 ঘ) 1913
৩.কোনটি তড়িৎ নিরপেক্ষ?
ক) ইলেকট্রন খ) প্রোটন
গ) নিউট্রন ঘ) আলফা
৪.কত সালে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন?
ক) 1857 সালে খ) 1867 সালে
গ) 1887 সালে ঘ) 1897 সালে
৫.কত সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলের প্রস্তাব করেন?
ক) 1811 খ) 1913
গ) 1919 ঘ) 1911
৬.তেজস্ক্রিয় অবক্ষয় সূত্র কত সালে আবিষ্কৃত হয়?
ক) 1902 খ) 1900
গ) 1911 ঘ) 1896
৭.নিচের কোনটি তেজস্ক্রিয়তার এসআই একক?
ক) বেকেরেল খ) ওয়েবার/মিটার
গ) কুলম্ব ঘ) নিউটন
৮.আলফা কণিকার বিক্ষেপণ পরীক্ষায় পারমাণবিক গঠনের যে মডেল পাওয়া যায় তাকে কী বলে?
ক) বোর মডেল খ) রাদারফোর্ড মডেল
গ) ডাল্টন মডেল ঘ) থমসন মডেল
৯.তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ ১ম বোর কক্ষের ব্যাসার্ধের কত গুণ?
ক) চার খ) ছয় গ) নয় ঘ) ষোল
১০.যেসব পরমাণুর প্রোটন সংখ্যা এবং ভরসংখ্যা সমান কিন্তু তাদের অভ্যন্তরীণ গঠন ভিন্ন তাদেরকে কী বলে?
ক) আইসোবার খ) আইসোমার
গ) আইসোটোপ ঘ)আইসোটোন
১১.ইলেকট্রনগুলোর ঘূর্ণনজনিত সময়ে কোন বল কাজ করে?
ক) কেন্দ্রবিমুখী বল খ) কেন্দ্রমুখী বল
গ) নিউটন বল ঘ) মহাকষীয় বল
১২.নিউক্লিয়াসে যে সকল কণা থাকে তাদেরকে কী বলে?
ক) ভরসংখ্যা খ) পারমাণবিক সংখ্যা
গ) নিউক্লিয়ন ঘ) নিউক্লাইড
১৩.নিচের কোনটিকে পরমাণুর শক্তির আধার বলা হয়?
ক)ইলেকট্রন খ) মেসন
গ) নিউক্লিয়াস ঘ) আইসোটোন
১৪.পরমাণু হতে শক্তি উৎপন্ন করা যায়-
i. নিউক্লীয় ফিশন বিক্রিয়ায়
ii. নিউক্লীয় ফিউশন বিক্রিয়ার
iii. চেইন বিক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫.পরমাণুতে সম পরিমাণে রয়েছে-
i. ধনচার্জ
ii. ঋণচার্জ
iii. নিরপেক্ষ চার্জ
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬.যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা এক কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কী বলা হয়?
ক) আইসোবার খ) আইসোটোন
গ) আইসোটোপ ঘ) আইসোমার
১৭.আলফা কণার-
i. ভর হিলিয়াম নিউক্লিয়াসের ভরের সমান
ii. চার্জ ইলেকট্রন চার্জের সমান
iii. চার্জ ধনাত্মক ধর্মী
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) ii ও iii ঘ) iii
১৮.পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনকে একত্রে বলা হয়-
ক) পায়ন খ) গ্রাভিটন
গ) নিউক্লিয়ন ঘ) আয়ন
১৯.যার ভরসংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাকে বলে-
ক) আইসোটোপ খ) আইসোবার
গ) আইসোটোন ঘ) আইসোমার
২০.কোনটি একই মৌলিক পদার্থের বিভিন্ন প্রজাতি?
ক) আইসোবার খ)আইসাটোন
গ) আইসোমোর ঘ) আইসোটোপ
২১.হিলিয়াম নিউক্লিয়াসে-
i. চারটি প্রোটন থাকে
ii. দুইটি ইলেকট্রন থাকে
iii. মোট ধনাত্মক চার্জের পরিমাণ 2e+
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) ii ও iii ঘ) iii
২২.কোনটি চৌম্বক ও তড়িৎক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়?
ক) গামা রশ্মি খ) এক্সরে রশ্মি
গ) আলফা রশ্মি ঘ) অতি বেগুণি রশ্মি
২৩.যে সব ভারি নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদেরকে কী বলে?
ক) তেজস্ক্রিয় মৌল খ) তেজস্ক্রিয়তা
গ) ক্যাথোড রশ্মি ঘ) আলফা রশ্মি
২৪.রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে প্রায় কত গুণ বেশি?
ক) পাঁচ হাজার খ) দশ হাজার
গ) দশ লক্ষ ঘ) দশ কোনটি?
২৫.হাইডোজেনের আইসোটোপ হলো-
i. রোগ নির্ণয়
ii. রোগ নিরাময়
iii. রোগ সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৬.বিজ্ঞানী নীলস বোর কোন দেশের অধিবাসী ছিলেন?
ক)ডেনমার্ক খ) আমেরিকা
গ) রাশিয়া ঘ) নিউজিল্যান্ড
২৭.বোরের তৃতীয় কক্ষপথের মোট শক্তি এর প্রথম কক্ষপথের শক্তির কত গুণ?
ক) ¼ খ) 9 গ) 1/9 ঘ) 1/16
২৮.তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়-
i. গবেষণা বিজ্ঞানে
ii. কৃষিক্ষেত্রে
iii. শিল্পক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii
২৯.তেজস্ক্রিয় পদার্থের ক্ষরণে পরমাণু সংখ্যা 3/4 (No) হলে অবশিষ্ট পরমাণু সংখ্যা হলো-
ক) 0.50No খ) 0.25No
গ) 0.80No ঘ) 0.71No
৩০.হাইড্রোজেন মৌলের নিউক্লিয়াসে কোনটি থাকে না?
ক) প্রোটন খ) ইলেকট্রন
গ)নিউট্রন ঘ) ডিউটেরিয়াম
৩১.গড় আয়-
i. অর্ধায়ুর সমানুপাতিক
ii. অর্ধায়ুর ব্যস্তানুপাতিক
iii. বাড়লে অর্ধায়ু বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩২.তেজস্ক্রিয়তার S.I একক কোনটি?
ক) কুরী খ) বেকেরেল
গ) জুল ঘ) ওয়াট
৩৩.তেজস্ক্রিয়তা-
i. আবিষ্কার করে হেনরি বেকরেল
ii. র একক হচ্ছে বেকরেল
iii. কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i গ)iii ঘ) i, ii ও iii
৩৪.নিচের কোনটির ভর সবচেয়ে কম?
ক) ইলেকট্রন খ) প্রোটন
গ) নিউট্রন ঘ) হাইড্রোজেন
৩৫.যে সব মৌলিক পদার্থ অতি সুক্ষ্ম অবিভাজ্য নিরেট কণার সম্বয়ে গঠিত এ কথাগুলোকে কী বলা হয়?
ক) অণু খ) পরমাণু
গ) আয়ন ঘ)পদার্থ
৩৬.কে প্রস্তাব করেন যে, চিরায়ত বলবিদ্যা এবং বিদ্যুৎ চুম্বকত্ব এর সূত্রসমূহ পরমাণুতে বিকল হয়ে পড়ে?
ক) নীলস বোর খ) আর্নেস্ট রাদারফোর্ড
গ) জন ডাল্টন ঘ) ম্যাক্স প্লাঙ্ক
৩৭.ইলেকট্রন উচ্চ থেকে নিম্নের দিকে গেলে কোনটি ঘটে?
ক) শক্তির বিকিরণ খ) শক্তির শোষন
গ) শোষন ও বিকিরণ ঘ) শক্তির পরিবর্তন
৩৮.কৃত্রিম তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
ক) কুরী খ) বেকেরেল
গ) জুলি ও কুরী ঘ) রন্টজেন
৩৯.নিচের কোনটির ভর নেই?
ক) ইলেকট্রন খ) নিউট্রিনো
গ) প্রোটন ঘ) নিউট্রন
৪০.পারমাণবিক সংখ্যা হলো-
ক) নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা
খ) নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা
গ) নিউক্লিয়ন সংখ্যা
ঘ) পরমাণুর ইলেকট্রন সংখ্যা
৪১.কে আলফা কণিকা বিক্ষেপণ পরীক্ষাটি করেছিলেন?
ক)মার্সডেন খ) টাইকোব্রাহা
গ) কেপলার ঘ) জগদীশচন্দ্র বসু
৪২.কোনো শক্তির পরিমাণ বেশি হলে নিউক্লিয়াসের স্থায়িত্ব বেশি হয়?
ক) বন্ধন শক্তি খ) রাসায়নিক শক্তি
গ) বিভব শক্তি ঘ) গতিশক্তি
৪৩.প্রোটন ও নিউট্রনকে একত্রে কী বলা হয়?
ক) নিউক্লিয়ন খ) নিউট্রিনো
গ) ইলেকট্রন ঘ) আইসোটোপ
৪৪.রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-
i. রোগ নির্ণয়ে
ii. রোগ নিরাময়ে
iii. কৃষি ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii
৪৫.প্রতি ফিশনে গড়ে নিউক্লিয়াস হতে কতটি নিউট্রন নির্গত হয়
ক) 2.1 টি খ) 2.47 টি গ) 3.4 টি ঘ) 3.8 টি
৪৬.ভারী ধাতু কোনটি?
ক) হিলিয়াম খ) টাংস্টেন
গ) সোডিয়াম ঘ) সোনা
৪৭.যখন একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হয় তখন-
ক) পারমাণবিক সংখ্যা এক কমে য়ায়
খ) ভর সংখ্যা এক কমে যায়
গ) পারমাণবিক সংখ্যা এক বেড়ে যায়
ঘ) পারমাণবিক সংখ্যা দুই কমে যায়
৪৮.যেকোনো কক্ষপথের শক্তি-
i. অনুমোদিত
ii. ছিন্নায়িত
iii. অনুমোদিত নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
হাইড্রোজেন পরমাণুর বোর কোয়ান্টাম সংখ্যার ব্যাসার্ধ 0.0100mm প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ 0.53A এবং ভূমি অবস্থার শক্তি-13.6eV.
৪৯.যেসব পরমাণুর ভর সংখ্যা এক কিন্তু পারমাণিবিক সংখ্যা ভিন্ন তাদের বলে-
ক) 443 খ) 344 গ) 434 ঘ)500
৫০.কত সালে বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলের প্রস্তাব করেন?
ক) i ও ii খ) i গ) ii ঘ) iii
১. (ক) ২. (ঘ) ৩. (গ) ৪. (ঘ) ৫. (ঘ) ৬. (ক) ৭. (ক) ৮. (খ) ৯. (গ) ১০. (ক) ১১. (ক) ১২. (গ) ১৩. (গ) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (ক) ১৭. (গ) ১৮. (গ) ১৯. (খ) ২০. (ঘ) ২১. (গ) ২২. (গ) ২৩. (ক) ২৪. (গ) ২৫. (ক)
২৬. (ক) ২৭. (গ) ২৮. (ঘ) ২৯. (খ) ৩০. (গ) ৩১. (খ) ৩২. (খ) ৩৩. (ঘ) ৩৪. (ক) ৩৫. (খ) ৩৬. (ক) ৩৭. (খ) ৩৮. (গ) ৩৯. (খ) ৪০. (খ) ৪১. (ক) ৪২. (ক) ৪৩. (খ) ৪৪. (ঘ) ৪৫. (খ) ৪৬. (ঘ) ৪৭. (গ) ৪৮. (গ) ৪৯. (ক) ৫০. (ঘ)



