তাপগতিবিদ্যা(Thermodynamics)


H.S.C Physics 2nd paper, chapter 01(Thermodynamics) 

 

পদার্থবিজ্ঞান ২য় পত্র 

অধ্যায়: তাপগতিবিদ্যা  (Thermodynamics) 

তাপগতিবিদ্যা অধ্যায়ের পাঠগুলো পড়ে যা শিখবো-

👉তাপমাত্রা পরিমাপের নীতি ব্যবহার করে তাপীয় সমতা (Thermal equilibrium) এবং তাপমাত্রার ধারণা ব্যাখ্যা |

👉 তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা

👉 তাপীয় সিস্টেমের ধারণা ব্যাখ্যা

👉 অভ্যন্তরীণ শক্তির ধারণা ব্যাখ্যা

👉 কোনো সিস্টেমে তাপ, তার অভ্যন্তরীণ শক্তি এবং সম্পন্ন কাজের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ

👉 তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ব্যাখ্যা

👉 প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য ব্যাখ্যা

👉 কার্নো চক্রের মূলনীতি ব্যাখ্যা

👉 তাপীয় ইঞ্জিন এবং রেফ্রিজারেটরের কার্যক্রমের মূলনীতি ব্যাখ্যা

👉 ইঞ্জিনের দক্ষতা ব্যাখ্যা

👉 এন্ট্রপি ও বিশৃঙ্খলা ব্যাখ্যা


তাপমাত্রা পরিমাপের মূলনীতি

তাপ ( Heat) :

তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যা বস্তুতে প্রবেশ করলে গরম অনুভূত হয় এবং বর্জন করলে ঠান্ডা অনুভূত হয়।

তাপ এক প্রকার শক্তি যার বিনিময়ে কাজ করা যায়।

তাপ শক্তি কে অন্য শক্তিতে রুপান্তর করা যায় এবং অন্য শক্তিকেও তাপ শক্তিতে রুপান্তর করা যায়।

যেহেতু তাপ এক প্রকার শক্তি, তাপের একক জুল।


তাপমাত্রার ধারনা

কোন বস্তু কতটুকু ঠান্ডা বা গরম এই ধারনা পাওয়া যায় তাপমাত্রা থেকে।

তাপমাত্রা: কোন বস্তু কতটুকু ঠান্ডা বা গরম এর পরিমাপকে তাপমাত্রা বলে।


 






একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন