HSC Physics First Paper | 1st Paper | Chapter-5 | Work Power and Energy | পদার্থ বিজ্ঞান প্রথম পত্র | অধ্যায়-৫ | পদার্থ বিজ্ঞান ১ম পত্র | কাজ ক্ষমতা ও শক্তি
HSC Physics 1st paper chapter-5
কাজ (Work)
কাজ সংক্রান্ত তথ্যাবলী
- কাজের মাত্রা: [ML2T-2]
- কাজের একক সমূহ : J , eV , KWh , Nm , kgm2s-1 , Poundal(ft) (1bft2s-2).
- মুখস্থ রাখবা,
* 1 J = 107 erg
* 1 erg = 10-7 J
* 1eV = 1.6 × 10-19 J
বলের দ্বারা কাজ: যদি বল প্রয়োগের ফলে বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরন ঘটে বা বলের দিকে
সরনের ধনাত্মক উপাংশ থাকে তবে ঐ সরনের জন্য কৃতকাজকে বলের দ্বারা কাজ বলে।
শর্ত : 00 ≤θ <900
বৈশিষ্ট্য : (i) স্থিতিশক্তি হ্রাস পায় (ii) গতিশক্তি হ্রাস পায় (iii) ত্বরণের সৃষ্টি হয়।
উদাহরণ :-
(i) একটি বস্তুকে ছাদের উপর হতে নিচে ফেলে দেওয়া।
(ii) বাইরের উৎস হতে মহাকর্ষও বলের বিপরীতে কাজ।
(iii) একটি স্থির ফুটবলকে বল প্রয়োগ করলে যদি ফুটবলটি বলের দিকে সরে যায়।
(iv) দুটি বিপরীত সার্চ বা আধান আকর্ষিত হলে।
বল এর বিরুদ্ধে কাজ
যদি বল প্রয়োগের ফলে বলের বিপরীত দিকে বলের প্রয়োগ বিন্দুর সরন ঘটে বা বলের বিপরীত দিকে
সরনের ঋণাত্মক উপাংশ থাকে তবে ওই সরনের জন্য কৃত কাজকে বলের বিরুদ্ধে কাজ বলে।
শর্ত : 900 < θ ≤ 1800
বৈশিষ্ট্য : (i) স্থিতিশক্তি বৃদ্ধি পায় (ii) গতিশক্তি বৃদ্ধি পায় (iii) মন্দনের সৃষ্টি হয়
উদাহরণ:
(i) মেঝে হতে বস্তুর টেবিলে তোলা
(ii) সমবেগে গতিশীল বস্তুকে ব্রেক কষে থামানো
(iii) একটি বইকে মেঝে থেকে আলমারিতে রাখা।
শূন্য কাজ
বলপ্রয়োগে যদি কোন বস্তুর সরণ বলের লম্ব বরাবর হয় তবে ঐ বলের দ্বারা কোন কাজ হয় না।
শর্ত : বস্তুতে যদি বল প্রয়োগ করা না হয় বল প্রয়োগে যদি বস্তুর সরণ না ঘটে।
উদাহরণ:
(i) ভারী বাক্স মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা
(ii) একটি দড়িতে পাথর বেঁধে বৃত্তাকার পথে ঘুরালো
(iii) পৃথিবীর আবর্তনের সময় সূর্যের মহাকর্ষ বল কোন কাজ করে না
(iv) একটি খাজে নিশ্চল একটি বেলুন (সিলিন্ডার)
(v) একটি ব্যাগ হাতে নিয়ে সমতল পথে হাঁটলে ব্যক্তির ব্যগটির ওজন অর্থাৎ অভিকর্ষ বল কোন কাজ করে না
(vi) স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটে স্থির থাকা
(vii) কেন্দ্রমুখী বল কর্তৃক কৃতকাজ
(viii) দড়ি থেকে ঝুলানো একটি বেলন
(ix) দড়ির মাথায় পাথর বেঁধে ঘুরালে
পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজের উদাহরণ
(i) স্প্রিং প্রসারনে বা সংকোচনে বা স্থিতিস্থাপক বল তথা স্প্রিং বলের কৃত কাজ । W= ½ kx2 বা W α x2
(ii) বাহ্যিক বল প্রয়োগে বিকৃত বস্তুর উপর কৃত কাজ।
(iii) অভিকর্ষ বল / মহাকর্ষ বল কতৃক কৃতকাজ।
স্প্রিং সম্প্রসারণে কৃতকাজ, W= ½ kx2
স্প্রিং ধ্রুবক:
স্প্রিং ধ্রুবকের মান নির্ভর করে- (i) স্প্রিং এর দৈর্ঘ্যের উপর (ii) পদার্থের স্থিতিস্থাপক ধর্মের উপর
একক: স্প্রিং ধ্রুবকের একক- Nm-1 মাত্রা: [MT-2]
* এক অভিকর্ষীয় একক কাজ = ১ অভিকর্ষীয় একক বল একক সরন
* কাজের ক্ষেত্রে অভিকর্ষীয় একককে পরম এককে রূপান্তরের সময় অভিকর্ষজ ত্বরণ দ্বারা গুণ করতে হয়
এবং পরম একককে অভিকর্ষীয় এককে রূপান্তরের সময় অভিকর্ষজ ত্বরণ দ্বারা ভাগ করতে হয়
* বল ও সরনের মধ্যবর্তী কোণ ৯০ ডিগ্রি হলে অথবা তাদের মান আলাদা আলাদা ভাবে শূন্য হলে
কাজের মান শূন্য হবে
* ধ্রুববল দ্বারা কৃত কাজ অভিকর্ষ বলের প্রভাবে কোন বস্তুকে অল্প উচ্চতায় উপরে উঠানো বা নিচে
নামানো উচ্চতা অল্প হলে অভিকর্ষ বল ধ্রুব আনুভূমিক বরাবর গতিশীল বস্তুর উপর অভিকর্ষ বল কর্তৃক
কৃত কাজ শূন্য
* সি জি এস (C.G.S.) পদ্ধতিতে কাজের একক আর্গ (erg.) ; আর্গ(erg.) জুল (J) এর চেয়ে ছোট একক
অভিকর্ষীয় কাজের উদাহরণ
বস্তু উপরে উঠানো বস্তুর নিচে নামানো আনত তল বেয়ে বস্তু উপরে উঠা আনত তল বেয়ে বস্তু নিচে নামমহাকর্ষ বল দ্বারা কৃত কাজ
Topic-2: শক্তি
শক্তি এবং শক্তির রুপান্ত সম্পর্কিত সাধারন আলোচনা:
🔜 শক্তি ও কাজের মাত্রা সমীকরণ একই
🔜 শক্তির প্রকারভেদ/ রুপভেদ ৯ প্রকার যথা
- তাপ শক্তি
- বিদ্যুৎ শক্তি
- আলোক শক্তি
- পারমাণবিক শক্তি
- চৌম্বক শক্তি
- শব্দ শক্তি
- সৌরশক্তি
- রাসায়নিক শক্তি
- যান্ত্রিক শক্তি
যান্ত্রিক শক্তির দুটি রূপ আছে গতিশক্তি ও বিভব শক্তি বা স্থিতিশক্তি
🔜 স্থিতিশক্তির প্রকারভেদ
- যথা অভিকর্ষীয় বিভব শক্তি
- স্থিতিস্থাপক/ স্প্রিং এর বিভব শক্তি তড়িৎ বিভব শক্তি
🔜 পড়ন্ত বস্তুর ক্ষেত্রে
- যতই নিচে নামবে ততই স্থিতিশক্তির হ্রাস ও গতিশক্তি বৃদ্ধি পায়
- পড়ন্ত বস্তুর প্রতি বিন্দুতে স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সমান
- বস্তুটি মাটি স্পর্শ করলে স্থিতি শক্তি ও গতিশক্তি এবং শব্দ শক্তি তার শক্তি ও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
🔜 সমান ভরবেগ বিশিষ্ট দুটি বস্তুর মধ্যে হালকা বস্তুটির গতি শক্তি বেশি হবে
🔜 গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না
🔜 গাড়ির ইঞ্জিনে শক্তি ঘর্ষণকে প্রশমিত করতে ব্যয় হয় শক্তির নিত্যতা বা সংরক্ষণ সূত্র
🔜 শক্তির সৃষ্টি বা বিনাশ নেই এটি কেবল এগ্রোভ হতে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে রূপান্তরের আগে ও পরে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। একে শক্তির নিত্যতা বা সংরক্ষণ সূত্র বলে
🔜 যান্ত্রিক শক্তির নিত্যতা বা সংরক্ষণ সূত্র কোন ব্যবস্থায় কেবল সংরক্ষণশীল বল ক্রিয়া করলে ব্যবস্থার গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টি সর্বদা ধ্রুব হবে
🔜 যান্ত্রিক শক্তির নিত্যতা বা সংরক্ষণ সূত্রের উদাহরণ
🔜 একটি বস্তু যতই উপরে থেকে নিচে নামবে ততই তার স্থিতিশক্তি হ্রাস পায় এবং গতিশক্তি বৃদ্ধি পায় কিন্তু তাদের যোগফল সর্বদা স্থির থাকে বস্তু যখন মাটি স্পর্শ করে তখন স্থিতিশক্তি ও গতিশক্তি উভয় লোপ পায় এবং এই শক্তি তাপ শক্তি যান্ত্রিক শক্তি শব্দ শক্তি প্রভৃতিতে রূপান্তর হয়
🔜 সরল দোলকের প্রান্তের বেগ তথা গতিশক্তি শূণ্য কিন্তু স্থিতিশক্তি সর্বোচ্চ অন্যদিকে সাম্যবস্থানে বেগ বা গতি শক্তি সর্বোচ্চ কিন্তু স্থিতিশক্তি শুন্য কিন্তু মোট শক্তি সর্বদাই স্থির থাকে
- শক্তির রূপান্তর টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়
- বৈদ্যুতিক বাতি বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তর হয়
- বৈদ্যুতিক ইস্ত্রী তে তড়িৎ চালনা করে তাপ উৎপন্ন করা বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়
এই তাপের সাহায্যে কাপড়-চোপড় ইস্ত্রি করা তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
- বৈদ্যুতিক পাখা বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
- কাঁচা লোহা র উপর অন্তরিত তামার তার জড়িয়ে বিদ্যুৎ চালনা করে প্রার্থীকে চুম্বকে পরিণত করলে বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়
- ফটো ইলেকট্রিক কোষে আলো ফেলে বিদ্যুৎ প্রবাহ তৈরি করলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়
- ফটোগ্রাফিক ফিল্মের উপর আলোক সম্পাত করে আলোকচিত্র তৈরি করলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়
- ঔষধের কারখানায় শ্রবণাক্তর বা শব্দ উত্তর তরঙ্গের সাহায্যে জীবাণু ধ্বংস করলে শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
- কর্পূরকে পানিতে দ্রবীভূত করলে শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
- শব্দোত্তর তরঙ্গ দ্বারা বস্ত্রাদের ময়লা পরিষ্কার করলে শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
- বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
- টেলিফোনে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
- কয়লা পোড়ালে যে তাবু উৎপন্ন হয় এতে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়
- বিদ্যুৎ কোষে রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ার ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় এতে রাসায়নিক শক্তি তড়িৎ বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়
- নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে একটি নিউট্রন দ্বারা ভারী পরমাণুকে আঘাত করে নিউক্লিয় ভিশন বিক্রিয়া ঘটানো হলে পারমাণবিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়
সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য
সংরক্ষণশীল বল
- সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ সম্পন্ন রূপে পুনরুদ্ধার করা সম্ভব
- সংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হয়
- বলের ক্রিয়ার অভিমুখ বস্তুর গতির অভিমুখের উপর নির্ভর করে না
- ফিরতি পথের জন্য আদি ও শেষ গতি শক্তি সমান থাকে
- কৃত কাজের গতিপথপ্রাথমিক ও শেষ বিন্দুর উপর নির্ভরশীল
- উদাহরণ অভিকর্ষীয় বল বৈদ্যুতিক বল তড়িৎ বল চৌম্বক বল মহাকর্ষ বল আদর্শ স্প্রিং এর বিকৃতি প্রতিরোধই বল ইত্যাদি সংরক্ষণশীল বল
অসংরক্ষণশীল বল
- কৃতকাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার সম্ভাব নয়
- সংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হয় না বস্তুর গতির অভিমুখের উপর নির্ভরশীল
- ফিরতি পথের জন্য আদি ও শেষ গতিশক্তির মধ্যে পার্থক্য থাকে
- কৃত কাজের গতিপথ শুধু প্রাথমিক ও শেষ বিন্দুর উপর নির্ভরশীল নয়
- অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে
- উদাহরণ ঘর্ষণ বল সন্দ্র বল দুর্বল নিউক্লিয় বল সবল- নিউক্লিও বল
সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য
- বল শুধু অবস্থানের উপর নির্ভর করে
- একটি বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে কৃত কাজ পথের উপর নির্ভর করে না শুধু বস্তুর আদি ও চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করে
অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য
- বল শুধু অবস্থানের উপর নির্ভর করে না
- একটি বস্তুকে এক স্থান থেকে আরেক অন্য স্থানে স্থানান্তরে কৃত কাজ পথের উপর নির্ভর করে
Topic-3 : ক্ষমতা
ক্ষমতা সংক্রান্ত তথ্যাবলী
ক্ষমতা কোন একটি উচ্ছে এর কাজ করার হারকে ক্ষমতা বলে
এক ওয়াট এক সেকেন্ডে একজন কাজ করার ক্ষমতাকে একজন/ সেকেন্ড বা এক ওয়াট বলে
- ক্ষমতার বৈদ্যুতিক ব্যবহারিক একককে ওয়াট বলে। ওয়াট ক্ষমতা পরিমাপের আন্তর্জাতিক একক।
এক অশ্ব ক্ষমতা: এক সেকেন্ডে ক্ষমতা ৭৪৬ জুল কাজ করার ক্ষমতাকে এক অশ্ব ক্ষমতা বলে।
এক ভোল্ট বিভব পার্থকে একটি ইলেকট্রনের অর্জিত শক্তি বা এক ইলেকট্রন ভোল্ট বলে।
কোন যন্ত্রের কর্মদক্ষতা বলতে কার্যরত শক্তি এবং প্রদত্ত মোট শক্তির অনুপাতকে বোঝায়।
কাজ শক্তি ও ক্ষমতা এই তিনটি অধিক বা এস্কেলার রাশি কাজও শক্তির একক এবং মাত্রা সমীকরণ অভিন্ন।
- ক্ষমতার একক ওয়াট।
- ১ অশ্ব ক্ষমতা = ৭৪৬ ওয়াট = ৫৫০ ফুট পাউন্ড/ সেকেন্ড
- একজন মানুষের গড় ক্ষমতা ১১০ ওয়াট ০.১৪৭ অশ্ব ক্ষমতা
- মাত্রা সমীকরণ
কর্মদক্ষতা
তাৎক্ষণিক ক্ষমতা:
কোন মুহূর্তকে ঘিরে অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে সময়ের সাথে কাজ করার হারকে তাৎক্ষণিক ক্ষমতা বলে
- ক্ষমতা বল ও বেগের মধ্যে সম্পর্ক ক্ষমতা = প্রযুক্ত বল × বস্তুর বেগ
- ক্ষমতা একটি স্কেলার রাশি
- আবর্ত ঘূর্ণন গতির ক্ষেত্রে ক্ষমতা
আবর্ত গতির ক্ষেত্রে, আমরা জানি, কাজ = টর্ক × কৌণিক ত্বরন
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
কাজ কাকে বলে
উত্তর বল প্রয়োগের ফলে বস্তুর সরল হলে বল এবং বলের দিকে বস্তুর সরণের উপাংশের গুণফল কে কাজ বলে
কাজ শক্তি উপপাদ্য টি বিবৃত কর
উত্তর কাজ শক্তি উপপাদ্য টি হলো কোন বস্তুর উপর ক্রিয়া রত লব্ধি বল কর্তৃক কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান
বলের দ্বারা কাজ কি
উত্তর কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি প্রয়োগ বিন্দুর স্মরণ বলের অভিমুখে ঘটে তবে কৃত কাজকে বলের দ্বারা কাজ বলে
শূন্য কাজ কি
উত্তর বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ না হয় অথবা বলের প্রয়োগ বিন্দু যদি সরণের উলম্ব অভিমুখে সরে যায় তবে শূন্য কাজ সম্পন্ন হয়
একক কাজ কাকে বলে
উত্তর কোন বস্তুর উপর একক বল প্রয়োগে বলের ক্রিয়া রেখা বরাবর যদি বস্তুটির একক সরল ঘটে তবে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে একক কাজ বলে
ঋণাত্মক কাজ কাকে বলে
উত্তর বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দু বলের ক্রিয়ার বিপরীত দিকে সরে যায় বা বলের দিকে সরন ঋণাত্মক উপাংশ থাকে তবে যে কাজ সম্পাদিত হয় তাকে ঋণাত্মক কাজ বলে
ধনাত্মক কাজ কাকে বলে
উত্তর কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরন হয়এবং বল ও সরণ এর মধ্যবর্তী কোণ যদি ৯০ ডিগ্রী অপেক্ষা কম হয় তবে বল দ্বারা সম্পূর্ণ কাজকে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলে
স্প্রিং বল কি
উত্তর কোন স্প্রিং এর মুক্ত প্রান্তের স্মরণ ঘটালে স্প্রিংটি স্বর্ণের বিপরীত দিকে যে বল প্রয়োগ করে তাই স্প্রিং বল
স্প্রিং ধ্রুবক কাকে বলে
উত্তর কোন স্প্রিং এর মুক্ত প্রান্তের একক সরণ ঘটলে স্প্রিংটি সরন এর বিপরীত দিকে যে বল প্রয়োগ করে তাকে ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বলে
প্রত্যয়নী বল কাকে বলে
কোন স্প্রিংকে দৈর্ঘ্য বরাবর বিকৃত করলে স্থিতিস্থাপক ধর্মের দরুন প্রযুক্ত বলের বিপরীতে যে বলের উদ্ভব হয় তাকে প্রত্যয়নী বল বলে
গতিশক্তি কাকে বলে
উত্তর কোন বস্তু গতিশীল অবস্থায় থাকার জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে
যান্ত্রিক শক্তি কি
উত্তর কোন বস্তুর অবস্থান ও গতির কারণে এর মধ্যে যে শক্তি থাকে তাই যান্ত্রিক শক্তি
স্থিতিশক্তি কি
উত্তর স্বাভাবিক অবস্থান বা আকৃতি হতে পরিবর্তন করে কোন বস্তুকে অন্য কোন অবস্থান বা আকৃতিতে আনলে ওই বস্তুতে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত থাকে তাকে ওই বস্তুর স্থিতিশক্তি বলে
যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতার নীতিটি লেখ
যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতার সূত্রটি হল বস্তুর গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টি সর্বদা ধ্রুব থাকে
যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি লেখ
উত্তর যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি হল ঘর্ষণ বা অন্য কোন অপচয়ি বল এর যদি কোন শক্তির অপচয় না ঘটে তবে কোন বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুব থাকে তবে কোন বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা থাকে অর্থাৎ বস্তুটির মোট যান্ত্রিক শক্তি ধ্রুব থাকে
ক্ষমতা কাকে বলে
উত্তর কোন উৎসব বা সিস্টেম একক সময়ে যে কাজ সম্পাদন করে তাকে তার ক্ষমতা বলে
ক্ষমতার মাত্রা ও একক লেখ
উত্তর এস আই পদ্ধতিতে ক্ষমতার একক ওয়ার্ড এবং মাত্রা
অশ্ব ক্ষমতা কাকে বলে
উত্তর প্রতি সেকেন্ডে ৭৪৬ জন কাজ করার ক্ষমতাকে এক অশ্ব ক্ষমতা বলে
এক ওয়ার্ড কাকে বলে
উত্তর কোন সিস্টেম এক সেকেন্ড সময়ে ১ জুল কাজ সম্পন্ন করলে ওই সিস্টেমের ক্ষমতাকে এক ওয়াট বলে
কিলোওয়াট ঘন্টা কি
উত্তর এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র এক ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে এক কিলোওয়াট ঘন্টা বলে
সংরক্ষণশীল বল কি
উত্তর যে বল কোন বস্তুর উপর ক্রিয়া করলে তাকে যেকোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে বল কর্তৃক কাজ শূন্য হয় তাকে সংরক্ষণশীল বল বলে
অসংরক্ষণশীল বল কাকে বলে
উত্তর কোন বস্তুকে বলের প্রভাবে যে কোন পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে যদি মোট কাজের পরিমাণ শূন্য না হয় তবে ওই বল কে অসংরক্ষণশীল বল বলে
কর্মদক্ষতা কাকে বলে
উত্তর কোন ব্যবস্থা বা যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং ব্যবস্থা বা যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ওই ব্যবস্থার বা যন্ত্রের কর্মদক্ষতা বলে
তথ্য আপডেটের কাজ চলছে................................

Well continue
উত্তরমুছুন