Physics Second Paper Chepter-9 (Atom Model) || পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র || অধ্যায়-৯ || পরমানুর মডেল
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন-১: নিউক্লিয়ন কি ?
উত্তর: নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত কণা থাকে তাদেরকে নিউক্লিয়ন বলে।
প্রশ্ন-২: এক রাদারফোর্ড কি ?
উত্তর: কোন তেজস্ক্রিয় মৌলের প্রতি সেকেন্ডে ১০ লক্ষ নিউক্লিয়াস ভেঙ্গে যাওয়াই এক রাদারফোর্ড
বলে।
প্রশ্ন-৩: ক্ষয় ধ্রুবক কাকে বলে ?
উত্তর: কোন তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুর একক সময়ে ভাঙ্গনের সম্ভাব্য তাকে ঐ পদার্থের
ক্ষয় ধ্রুবক বলে।
প্রশ্ন-৪: অর্ধায়ু কাকে বলে ?
উত্তর: যে সময়ে কোন তেজস্ক্রিয় পদার্থের ঠিক অর্ধেক পরিমাণ পরমাণু ভেঙ্গে যায় তাকে ঐ
পদার্থের অর্ধায়ু বলে।
প্রশ্ন-৫: তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি লেখ ?
উত্তর: তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি হল তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গনের হার ঐ সময়ে উপস্থিত অক্ষত
পরমাণুর সংখ্যার সমানুপাতিক।
প্রশ্ন-৬: ভর ত্রুটি কি ?
উত্তর: নিউক্লিয় ফিশনের সময় ভারী নিউক্লিয়াসটি ভেঙে যে দুটি অংশে বিভক্ত হয় তাদের ভরের
সমষ্টি ভারী নিউক্লিয়াসের ভরের চেয়ে কিছু কম হয় এই ভর ঘাটতিকেই ভর ত্রুটি বলে।
প্রশ্ন-৭: ইলেকট্রন ভোল্ট কাকে বলে ?
উত্তর একটি ইলেকট্রন তড়িৎ ক্ষেত্রের বিভব পার্থক্যের দুটি বিন্দুর মধ্যে স্থানান্তরের যে কাজ সম্পন্ন হয় তাকে ইলেকট্রন ভোল্ট বলে।
প্রশ্ন-৮: শৃংখল বিক্রিয়া কাকে বলে ?
উত্তর: যে বিক্রিয়া একবার শুরু হলে তাকে চালানোর জন্য অন্য কোন অতিরিক্ত শক্তির প্রয়োজন
হয় না তাকে শৃংখল বিক্রিয়া বলে।
প্রশ্ন-৯: পারমাণবিক ভর একক কি ?
উত্তর: পারমাণবিক ভর বলতে বোঝায় পরমাণুর ভরের অংশ বোঝায় এবং নিউট্রন প্রোটন প্রভৃতি কণার ভর এককে প্রকাশ করা হয়।
প্রশ্ন-১০: নিউক্লিও-ফিশন কাকে বলে ?
উত্তর: নিউট্রন দ্বারা আঘাত করে যদি কোন ভারী পরমাণুর নিউক্লিয়াসকে প্রায় সমভর বিশিষ্ট দুটি
অংশের বিভক্ত করা যায় এবং প্রচন্ড পারমানবিক শক্তির উদ্ভব হয় নিউক্লিয়াসের এ বিভাজনকে
নিউক্লিয় ফিশন বলা হয়।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন-১: রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় কিছু আলফা কণার বেঁকে যাওয়ার কারণ ? ব্যাখ্যা কর।
উত্তর: রাদারফোর্ডের আলফা কনা পরীক্ষায় আলফা কণা বেঁকে যাওয়ার কারণ নিচে ব্যাখ্যা করা
হলো-
রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় কিছু আলফা কণা নিউক্লিয়াসের প্রায় কাছাকাছি
আসে। এ সময় তারা নিউক্লিয়াসের আধান দ্বারা বিকর্ষিত হয়ে বেঁকে যায়। তারা কুলম্বের বিপরীত বর্গীয় সূত্র অনুযায়ী বল দ্বারা বিকর্ষিত হয়ে আরো বেশি বেঁকে যায়।
প্রশ্ন-২: বোর কিভাবে রাদারফোর্ডের মডেল সংশোধন করেছিলেন ?
উত্তর: বোরের পরমাণু মডেলে ইলেকট্রন সমূহ স্থায়ী কক্ষপথে আবর্তনকালে কখনো শক্তি বিকরণ
করে না এবং ইলেকট্রনের গতিপথ সর্পিল বক্রের আকারে ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে আসে না কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণন কালে ক্রমশক্তি
বিকিরণ করে। রাদারফোর্ডের পরমাণু মডেলে ইলেকট্রন গুলোর কক্ষপথের আয়তন ও আকৃতি সম্পর্কে কিছু বলা হয়নি। কিন্তু বইয়ের পরমাণু ইলেকট্রন গুলোর আকার ও আকৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়াও বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ইলেকট্রন কীরূপে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে তাও রাদারফোর্ডের মডেল আলোচনা করা হয়নি। কিন্তু বোনের পরমাণু মডেলে সম্পর্কে আলোচনা করা হয়েছে। কাজেই বোরের পরমাণু মডেল এ রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাকে অতিক্রম করে।
প্রশ্ন-৩: রাদারফোর্ড ও বোর পরমাণুর মডেলের মূল পার্থক্য কি ?
উত্তর: বোর ও রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য হল-
রাদারফোর্ডের পরমাণু মডেলটি শক্তির ক্লাসিক্যাল তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। অপরপক্ষে
বোরের পরমাণু মডেলটি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
রাদারফোর্ডের পরমাণু মডেল এ শক্তি স্তরের আকার ও আকৃতি সম্পর্কে কিছু বলা হয়নি। কিন্তু
বোরের পরমাণু মডেলে শক্তি স্তর সমূহকে বৃত্তাকার হিসেবে বর্ণনা করা হয়েছে।
রাদারফোর্ডের পরমাণু মডেল এ শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কে ধারণা দেওয়া হয়নি। কিন্তু
বোরের পরমাণু মডেল এ শক্তির শোষণ বিকিরণ ও তার কারণ বর্ণনা করা হয়েছে।
প্রশ্ন-৪: পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন নেই অথচ বিটা ক্ষয়ে ইলেকট্রন নির্গত হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন নেই অথচ বিটা ক্ষয়ে ইলেকট্রন নির্গত হয় এর কারণ হলো-
পরমাণুর নিউক্লিয়াসে একটি নিউট্রন যখন একটি প্রোটনের পরিণত হয় তখন একটি ইলেকট্রন
উৎপন্ন হয় । এই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের অভ্যন্তরে উপস্থিত তীব্র নিউক্লিয় বলের কোন প্রভাব থাকে না। তাই ইলেকট্রনিকের মধ্যে থাকতে পারেনা বিটা কনা হিসেবে বেরিয়ে আসে।
প্রশ্ন-৫: রেডনের অর্ধায়ু ৩.৮২ দিন বলতে কী বোঝায় ব্যাখ্যা কর।
উত্তর: রেডন এর অর্ধায়ু ৩.৮২ দিন বলতে বোঝায় এক গ্রাম পরিমাণ মৌলে পরমাণু ভেঙ্গে ঠিক অর্ধেক
অর্থাৎ ০.৫ গ্রাম হতে সময় লাগে ৩.৮২ দিন।
প্রশ্ন-৬: তেজস্ক্রিয়তার কারণ ব্যাখ্যা কর ?
উত্তর: তেজস্ক্রিয় মৌল হতে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা।
ব্যাখ্যা: তেজস্ক্রিয়তা ঘটনাটি সম্পূর্ণভাবে প্রকৃতি নিয়ন্ত্রিত এটি তাপ চাপ বৈদ্যুতিক বা চৌম্বক ঘটনা দ্বারা প্রভাবিত হয় না। তেজস্ক্রিয়তা ধর্ম বিশিষ্ট পদার্থকে তেজস্ক্রিয় পদার্থ বলে যেসব পদার্থের
পারমাণবিক সংখ্যা এর বেশি সাধারণত সেসব পদার্থ তেজস্ক্রিয় হয় যেমন ইউরেনিয়াম, থোরিয়াম,
রেডিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ।
প্রশ্ন-৭: নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় উৎপন্ন শক্তির কারণ কি ?
উত্তর: নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় বিভাজিত নিউক্লিয়াস বা জাতক নিউক্লিায়াসের ভর কিছুটা হ্রাস পায়। এ হ্রাসকৃত ভর, ভর শক্তি সমীকরন অনুসারে শক্তিতে রুপান্তরিত হয়। অর্থ্যাৎ নিউক্লিয়াসের হ্রাসকৃত ভরের শক্তিতে রুপান্তরিত হওয়াই নিউক্লিায়ার ফিশন বিক্রিয়ায় উৎপন্ন শক্তির কারণ।
প্রশ্ন-৮: অনিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিক্রিয়ায় অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় না কেন ?
উত্তর: কৃত্রিম উপায়ে একটি নিউক্লিয়াস ভেঙ্গে অন্য একটি নিউক্লিায়াস সৃষ্টির প্রক্রিয়ার হচ্ছে নিউক্লিায়ার বিক্রিয়া। অর্থ্যাৎ নিউক্লিায়ার বিক্রিয়া একটি নিউক্লিায়ার ঘটনা। এটি একটি শৃঙ্খল বিক্রিয়া বা চেইন বিক্রিয়া। অনিয়ন্ত্রিত চেইন বিক্রিয়ায় এক সেকেন্ডের লক্ষভাগের এক ভাগ সময়ের মধ্যে ফিশন বিক্রিয়া হাজার গুণ বৃদ্ধি পেতে পারে। এবং প্রতি ফিশনে হাজার গুণ শক্তি নির্গত হয়। তাই অনিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিক্রিয়ায় অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় না।
MCQ
পদার্থ বিজ্ঞান ২য়পত্র
অধ্যায় - ৯ : পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
১. যেসব পরমাণুর ভর সংখ্যা এক কিন্তু পারমাণিবিক সংখ্যা ভিন্ন তাদের বলে-
ক) আইসোবার খ) আইসোমার
গ) আইসোটোপ ঘ) ইলেকট্রন
২. কত সালে বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলের প্রস্তাব করেন?
ক) 1922 খ) 1911
গ) 1919 ঘ) 1913
৩.কোনটি তড়িৎ নিরপেক্ষ?
ক) ইলেকট্রন খ) প্রোটন
গ) নিউট্রন ঘ) আলফা
৪.কত সালে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন?
ক) 1857 সালে খ) 1867 সালে
গ) 1887 সালে ঘ) 1897 সালে
৫.কত সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলের প্রস্তাব করেন?
ক) 1811 খ) 1913
গ) 1919 ঘ) 1911
৬.তেজস্ক্রিয় অবক্ষয় সূত্র কত সালে আবিষ্কৃত হয়?
ক) 1902 খ) 1900
গ) 1911 ঘ) 1896
৭.নিচের কোনটি তেজস্ক্রিয়তার এসআই একক?
ক) বেকেরেল খ) ওয়েবার/মিটার
গ) কুলম্ব ঘ) নিউটন
৮.আলফা কণিকার বিক্ষেপণ পরীক্ষায় পারমাণবিক গঠনের যে মডেল পাওয়া যায় তাকে কী বলে?
ক) বোর মডেল খ) রাদারফোর্ড মডেল
গ) ডাল্টন মডেল ঘ) থমসন মডেল
৯.তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ ১ম বোর কক্ষের ব্যাসার্ধের কত গুণ?
ক) চার খ) ছয় গ) নয় ঘ) ষোল
১০.যেসব পরমাণুর প্রোটন সংখ্যা এবং ভরসংখ্যা সমান কিন্তু তাদের অভ্যন্তরীণ গঠন ভিন্ন তাদেরকে কী বলে?
ক) আইসোবার খ) আইসোমার
গ) আইসোটোপ ঘ)আইসোটোন
১১.ইলেকট্রনগুলোর ঘূর্ণনজনিত সময়ে কোন বল কাজ করে?
ক) কেন্দ্রবিমুখী বল খ) কেন্দ্রমুখী বল
গ) নিউটন বল ঘ) মহাকষীয় বল
১২.নিউক্লিয়াসে যে সকল কণা থাকে তাদেরকে কী বলে?
ক) ভরসংখ্যা খ) পারমাণবিক সংখ্যা
গ) নিউক্লিয়ন ঘ) নিউক্লাইড
১৩.নিচের কোনটিকে পরমাণুর শক্তির আধার বলা হয়?
ক)ইলেকট্রন খ) মেসন
গ) নিউক্লিয়াস ঘ) আইসোটোন
১৪.পরমাণু হতে শক্তি উৎপন্ন করা যায়-
i. নিউক্লীয় ফিশন বিক্রিয়ায়
ii. নিউক্লীয় ফিউশন বিক্রিয়ার
iii. চেইন বিক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫.পরমাণুতে সম পরিমাণে রয়েছে-
i. ধনচার্জ
ii. ঋণচার্জ
iii. নিরপেক্ষ চার্জ
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬.যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা এক কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কী বলা হয়?
ক) আইসোবার খ) আইসোটোন
গ) আইসোটোপ ঘ) আইসোমার
১৭.আলফা কণার-
i. ভর হিলিয়াম নিউক্লিয়াসের ভরের সমান
ii. চার্জ ইলেকট্রন চার্জের সমান
iii. চার্জ ধনাত্মক ধর্মী
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) ii ও iii ঘ) iii
১৮.পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনকে একত্রে বলা হয়-
ক) পায়ন খ) গ্রাভিটন
গ) নিউক্লিয়ন ঘ) আয়ন
১৯.যার ভরসংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাকে বলে-
ক) আইসোটোপ খ) আইসোবার
গ) আইসোটোন ঘ) আইসোমার
২০.কোনটি একই মৌলিক পদার্থের বিভিন্ন প্রজাতি?
ক) আইসোবার খ)আইসাটোন
গ) আইসোমোর ঘ) আইসোটোপ
২১.হিলিয়াম নিউক্লিয়াসে-
i. চারটি প্রোটন থাকে
ii. দুইটি ইলেকট্রন থাকে
iii. মোট ধনাত্মক চার্জের পরিমাণ 2e+
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) ii ও iii ঘ) iii
২২.কোনটি চৌম্বক ও তড়িৎক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়?
ক) গামা রশ্মি খ) এক্সরে রশ্মি
গ) আলফা রশ্মি ঘ) অতি বেগুণি রশ্মি
২৩.যে সব ভারি নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদেরকে কী বলে?
ক) তেজস্ক্রিয় মৌল খ) তেজস্ক্রিয়তা
গ) ক্যাথোড রশ্মি ঘ) আলফা রশ্মি
২৪.রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে প্রায় কত গুণ বেশি?
ক) পাঁচ হাজার খ) দশ হাজার
গ) দশ লক্ষ ঘ) দশ কোনটি?
২৫.হাইডোজেনের আইসোটোপ হলো-
i. রোগ নির্ণয়
ii. রোগ নিরাময়
iii. রোগ সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৬.বিজ্ঞানী নীলস বোর কোন দেশের অধিবাসী ছিলেন?
ক)ডেনমার্ক খ) আমেরিকা
গ) রাশিয়া ঘ) নিউজিল্যান্ড
২৭.বোরের তৃতীয় কক্ষপথের মোট শক্তি এর প্রথম কক্ষপথের শক্তির কত গুণ?
ক) ¼ খ) 9 গ) 1/9 ঘ) 1/16
২৮.তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়-
i. গবেষণা বিজ্ঞানে
ii. কৃষিক্ষেত্রে
iii. শিল্পক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii
২৯.তেজস্ক্রিয় পদার্থের ক্ষরণে পরমাণু সংখ্যা 3/4 (No) হলে অবশিষ্ট পরমাণু সংখ্যা হলো-
ক) 0.50No খ) 0.25No
গ) 0.80No ঘ) 0.71No
৩০.হাইড্রোজেন মৌলের নিউক্লিয়াসে কোনটি থাকে না?
ক) প্রোটন খ) ইলেকট্রন
গ)নিউট্রন ঘ) ডিউটেরিয়াম
৩১.গড় আয়-
i. অর্ধায়ুর সমানুপাতিক
ii. অর্ধায়ুর ব্যস্তানুপাতিক
iii. বাড়লে অর্ধায়ু বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩২.তেজস্ক্রিয়তার S.I একক কোনটি?
ক) কুরী খ) বেকেরেল
গ) জুল ঘ) ওয়াট
৩৩.তেজস্ক্রিয়তা-
i. আবিষ্কার করে হেনরি বেকরেল
ii. র একক হচ্ছে বেকরেল
iii. কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i গ)iii ঘ) i, ii ও iii
৩৪.নিচের কোনটির ভর সবচেয়ে কম?
ক) ইলেকট্রন খ) প্রোটন
গ) নিউট্রন ঘ) হাইড্রোজেন
৩৫.যে সব মৌলিক পদার্থ অতি সুক্ষ্ম অবিভাজ্য নিরেট কণার সম্বয়ে গঠিত এ কথাগুলোকে কী বলা হয়?
ক) অণু খ) পরমাণু
গ) আয়ন ঘ)পদার্থ
৩৬.কে প্রস্তাব করেন যে, চিরায়ত বলবিদ্যা এবং বিদ্যুৎ চুম্বকত্ব এর সূত্রসমূহ পরমাণুতে বিকল হয়ে পড়ে?
ক) নীলস বোর খ) আর্নেস্ট রাদারফোর্ড
গ) জন ডাল্টন ঘ) ম্যাক্স প্লাঙ্ক
৩৭.ইলেকট্রন উচ্চ থেকে নিম্নের দিকে গেলে কোনটি ঘটে?
ক) শক্তির বিকিরণ খ) শক্তির শোষন
গ) শোষন ও বিকিরণ ঘ) শক্তির পরিবর্তন
৩৮.কৃত্রিম তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
ক) কুরী খ) বেকেরেল
গ) জুলি ও কুরী ঘ) রন্টজেন
৩৯.নিচের কোনটির ভর নেই?
ক) ইলেকট্রন খ) নিউট্রিনো
গ) প্রোটন ঘ) নিউট্রন
৪০.পারমাণবিক সংখ্যা হলো-
ক) নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা
খ) নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা
গ) নিউক্লিয়ন সংখ্যা
ঘ) পরমাণুর ইলেকট্রন সংখ্যা
৪১.কে আলফা কণিকা বিক্ষেপণ পরীক্ষাটি করেছিলেন?
ক)মার্সডেন খ) টাইকোব্রাহা
গ) কেপলার ঘ) জগদীশচন্দ্র বসু
৪২.কোনো শক্তির পরিমাণ বেশি হলে নিউক্লিয়াসের স্থায়িত্ব বেশি হয়?
ক) বন্ধন শক্তি খ) রাসায়নিক শক্তি
গ) বিভব শক্তি ঘ) গতিশক্তি
৪৩.প্রোটন ও নিউট্রনকে একত্রে কী বলা হয়?
ক) নিউক্লিয়ন খ) নিউট্রিনো
গ) ইলেকট্রন ঘ) আইসোটোপ
৪৪.রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-
i. রোগ নির্ণয়ে
ii. রোগ নিরাময়ে
iii. কৃষি ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii
৪৫.প্রতি ফিশনে গড়ে নিউক্লিয়াস হতে কতটি নিউট্রন নির্গত হয়
ক) 2.1 টি খ) 2.47 টি গ) 3.4 টি ঘ) 3.8 টি
৪৬.ভারী ধাতু কোনটি?
ক) হিলিয়াম খ) টাংস্টেন
গ) সোডিয়াম ঘ) সোনা
৪৭.যখন একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হয় তখন-
ক) পারমাণবিক সংখ্যা এক কমে য়ায়
খ) ভর সংখ্যা এক কমে যায়
গ) পারমাণবিক সংখ্যা এক বেড়ে যায়
ঘ) পারমাণবিক সংখ্যা দুই কমে যায়
৪৮.যেকোনো কক্ষপথের শক্তি-
i. অনুমোদিত
ii. ছিন্নায়িত
iii. অনুমোদিত নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
হাইড্রোজেন পরমাণুর বোর কোয়ান্টাম সংখ্যার ব্যাসার্ধ 0.0100mm প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ 0.53A এবং ভূমি অবস্থার শক্তি-13.6eV.
৪৯.যেসব পরমাণুর ভর সংখ্যা এক কিন্তু পারমাণিবিক সংখ্যা ভিন্ন তাদের বলে-
ক) 443 খ) 344 গ) 434 ঘ)500
৫০.কত সালে বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলের প্রস্তাব করেন?
ক) i ও ii খ) i গ) ii ঘ) iii
সঠিক উত্তর:
১. (ক) ২. (ঘ) ৩. (গ) ৪. (ঘ) ৫. (ঘ) ৬. (ক) ৭. (ক) ৮. (খ) ৯. (গ) ১০. (ক) ১১. (ক) ১২. (গ) ১৩. (গ) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (ক) ১৭. (গ) ১৮. (গ) ১৯. (খ) ২০. (ঘ) ২১. (গ) ২২. (গ) ২৩. (ক) ২৪. (গ) ২৫. (ক)
২৬. (ক) ২৭. (গ) ২৮. (ঘ) ২৯. (খ) ৩০. (গ) ৩১. (খ) ৩২. (খ) ৩৩. (ঘ) ৩৪. (ক) ৩৫. (খ) ৩৬. (ক) ৩৭. (খ) ৩৮. (গ) ৩৯. (খ) ৪০. (খ) ৪১. (ক) ৪২. (ক) ৪৩. (খ) ৪৪. (ঘ) ৪৫. (খ) ৪৬. (ঘ) ৪৭. (গ) ৪৮. (গ) ৪৯. (ক) ৫০. (ঘ)
