HSC Physics Second Paper Chepter-8(Modern Physic) || hsc physics 2nd part chepter-8 || পদার্থ বিজ্ঞান ২য় পত্র অধ্যায়-৮ || আধুনিক পদার্থ বিজ্ঞান

 HSC Physics Second Paper Chepter-8(Modern Physic) || hsc physics 2nd part chepter-8 || পদার্থ বিজ্ঞান ২য় পত্র অধ্যায়-৮ || আধুনিক পদার্থ বিজ্ঞান






HSC Board  পরিক্ষায় আসার মতো উপযোগী প্রশ্ন সমূহ অধ্যায়ন করলে ১০০% নিশ্চেত কমন পাবে আশা করি।


জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর:


প্রশ্ন-১: জড় কাঠামো কাকে বলে ?

উত্তর: যে প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র এবং নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য হয় তাকে জড় কাঠামো বা জড়তার কাঠামো বলে।


প্রশ্ন-২: আপেক্ষিকতার বিশেষ তথ্যের প্রথম স্বীকার্যটি লেখ

উত্তর: আপেক্ষিকতার বিশেষ তথ্যের প্রথম স্বীকার্যটি হল সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থ বিজ্ঞানের সূত্রগুলোর গাণিতিক রূপ একই থাকে।


প্রশ্ন-৩: গ্যালিলিও রূপান্তর কি ?

উত্তর: চিরয়ত পদার্থবিজ্ঞানের যেসব সমীকরণ পর¯পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল দুটি প্রসঙ্গ কাঠামোর সময় ও স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাদের গ্যালিলিও রূপান্তর বলে।

প্রশ্ন-৪: ভরের আপেক্ষিকতা  কাকে বলে ?

উত্তর: বস্তুর নিশ্চল ভরের তুলনায়  চলমান বা গতিশীল অবস্থায় ভর বেশি হওয়ার ঘটনাকে ভরের আপেক্ষিকতা বলে।


প্রশ্ন-৫: দৈর্ঘ্য সংকোচন কাকে বলে ?

উত্তর: কোন  বস্তুর গতিশীল  অবস্থার দৈর্ঘ্য ঐ বস্তুর স্থির অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে কিছুটা ছোট হওয়ার ঘটনাকেই দৈর্ঘ্য সংকোচন বলে।


প্রশ্ন-৬: কার্ল দীর্ঘায়ন  কাকে বলে ?

উত্তর: কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধান ঐ পর্যবেক্ষকের সাপেক্ষে  নিশ্চল অবস্থায় সংঘটিত ঐ একই ঘটনাদ্বয়ের মধ্যবর্তী কার্ল ব্যবধান এর চেয়ে বেশি হবে এ ঘটনাকে কার্ল দীর্ঘায়ন বলে।


প্রশ্ন-৭: এক্সরে কি ?

উত্তর: দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন কোন ধাতব পাতে আঘাত করলে তা থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন অজানা প্রকৃতির একপ্রকার বিকিরণ উৎপন্ন হয় এ বিকিরণকে বলা হয় এক্সরে বা রঞ্জন রশ্মি।


প্রশ্ন-৮: ফটো ইলেকট্রন কাকে বলে ?

উত্তর: যথাযথ উচ্চ কম্পাঙ্কের আলোকরশ্মি কোন ধাতপৃষ্ঠে আপতিত হলে তা থেকে ইলেকট্রন নি:সৃত হয়, এই ইলেকট্রন কে ফটো ইলেকট্রন বলে।


প্রশ্ন-৯:  নিবৃত্তি বিভব কাকে বলে ?

উত্তর: ক্যাথড প্লেটের সাপেক্ষে কোন প্লেটে যে ন্যূনতম ঋণ বিভব দিলে আলোক তড়িৎ প্রবাহমাত্রা সদ্য বন্ধ হয়ে যায় সেই বিভাবই নিবৃত্তি বিভব।


প্রশ্ন-১০: ফোটন কি ?

উত্তর: কোন বস্তু থেকে আলো বা শক্তির নিঃসরণ নিরবিচ্ছিন্নভাবে হয় না শক্তি বা বিকরণ চিহ্নিত অর্থাৎ গুচ্ছ গুচ্ছ আকারে  প্যাকেট বা কোয়ান্টাম হিসেবে নিঃসৃত হয় আলো তথা যে কোন বিকিরণ সংখ্যা কোয়ান্টাম সমষ্টি আলোর  এই  কণা বা প্যাকেটই   হল  ফোটন।


প্রশ্ন-১১:  সুচন কম্পাঙ্ক কাকে বলে ?

উত্তর: আপতিত ফোটনের ক¤পাঙ্কের যে ন্যূনতম মানের জন্য ধাতপৃষ্ট হতে ইলেকট্রন নির্গত হতে পারে সেই কম্পাঙ্কই সূচন কম্পাঙ্ক


প্রশ্ন-১২: কার্যাপেক্ষক কাকে বলে ?

উত্তর: কোন ধাতু পৃষ্ঠ হাতে শুন্য বেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত করতে যতটুকু শক্তির প্রয়োজন তাকে ঐ ধাতুর কার্যপেক্ষ বলে।


প্রশ্ন-১৩:  আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে ?

উত্তর: উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোকরশ্মি কোন ধাত পৃষ্ঠে আপতিত হলে তা থেকে ইলেকট্রন নিঃসৃত হয় এ ঘটনাকে আলোক তড়িৎ ক্রিয়া বলে।


প্রশ্ন-১৪: সুচন তরঙ্গ দৈর্ঘ্য  কাকে বলে ?

উত্তর: কোন পাত থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য একটি সর্বনিম্ন কম্পাঙ্কের প্রয়োজন হয় তাকে সুচন কম্পাঙ্ক বলে। সুচন কম্পাঙ্ক সুচন তরঙ্গের ব্যস্তানুপাতিক বিশিষ্ট  তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে সুচন তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়।


অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-. ইথারের অস্তিত্ব প্রমাণের পরীক্ষায় মাইকেলসন মর্লির পরীক্ষায় সিদ্ধান্তগুলো কী হতে পারে?

উত্তর: ইথারের অস্তিত্ব প্রমাণের মাইকেলসন মর্লির পরীক্ষায় থেকে নিম্নলিখিত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়:

i. ইথার বলতে মহাবিশ্বে কিছু নেই।

ii. গ্যালিলিয় রূপান্তর সঠিক নয়।

iii. আলোকের বেগ একটি ধ্রুব রাশি।

প্রশ্ন-. আপেক্ষিক তত্ত্বানুসারে গতিশীল অবস্থার দৈর্ঘ্য স্থির অবস্থার দৈর্ঘ্যরে চেয়ে ছোট হয় কেন?

উত্তর: দৈর্ঘ্যর আপেক্ষিকতার ক্ষেত্রে আমরা জানি,  যেহেতু বস্তুর বেগের মান আলোর বেগের মানের চেয়ে সব সময়ই ছোট ফলে   এর মান সবসময়ই 1 থেকে কম হয় ফলে গতিশীল অবস্থার দৈর্ঘ্য L স্থির দৈর্ঘ্য L0 এর চেয়ে সবসময়ই ছোট হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন