Physics Second Paper.Chepter-03

 

অধ্যায়: চলতড়িৎ





কিছু জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: 

প্রশ্ন-১: পরিবাহীতাংক বা পরিবাহকত্ব ?

উত্তর: রোধের বিপরীত রাশি যেমন পরিবাহিতা ঠিক তেমনি আপেক্ষিক রোধ বা প্রদত্তের বিপরীত রাশি পরিবাহিতাঙ্ক বা পরিবাহকত্ব 

প্রশ্ন-২: ওহমের সূত্রটি লেখ।

উত্তর: ওহমের সূত্রটি হল তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা সেই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।

প্রশ্ন-৩: এক এ্য়াম্পিয়ার প্রবাহ

উত্তর: শূন্য মাধ্যমে এক মিটার দূরত্বে অবস্থিত সরল পরিবাহীর প্রত্যেকটিতে যে পরিমাণ প্রবাহ চললে পর¯পরের মধ্য দিয়ে প্রতি মিটার দৈর্ঘ্যে বল উৎপন্ন হয় তাই এই ১ এ্য়াম্পিয়ার।

প্রশ্ন-৪: আপেক্ষিক রোধ

উত্তর: একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোদকে আপেক্ষিক রোধ বলে অতি পরিবাহিতা অতি নিæ তাপমাত্রায় কিছু কিছু পদার্থের রোধ শুন্যে নেমে আসে এসব পদার্থকে বলা হয় অতি পরিবাহী এবং পদার্থের এ ধর্মকে বলা হয় অতি পরিবাহিতা

প্রশ্ন-৫: প্রবাহ ঘনত্ব

উত্তর: কোন পরিবাহক এর প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ কে প্রবাহ ঘনত্ব বলে

প্রশ্ন-৬: অ্যাম্পিয়ারের সূত্রটি লিখ।

উত্তর: কোন তড়িৎবাহী পরিবাহীকে কেন্দ্র করে কাল্পনিক কোন বদ্ধ রেখা বা লুপের উপর এর রৈখিক যোগীকরণ ওই পরিবাহীতে প্রবাহিত তড়িৎ মাত্রা আই এবং এর গুণফল এর সমান।

প্রশ্ন-৭: রোধের উষ্ণতা গুণাঙ্ক ?

উত্তর: প্রতি কেলভিন তাপমাত্রা বৃদ্ধিতে একক বিশিষ্ট কোন পরিবাহীর রোধের যে বৃদ্ধি ঘটে তাকে ওই পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে।

প্রশ্ন-৮:  রোধের দৈর্ঘ্যের সূত্রটি লেখ?

উত্তর: রোধের দৈর্ঘ্যের সূত্রটি হল নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহক এর রোধ দৈর্ঘ্যের সমানুপাতে পরিবর্তিত হয়।

প্রশ্ন-৯: রোধাঙ্ক কি?

উত্তর: কোন নির্দিষ্ট তাপমাত্রার একক দৈর্ঘ্যের ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোন পরিবাহীর রোধকে একক বাহু বিশিষ্ট কোন ঘনকের রোধ কে ওই তাপমাত্রায় ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক বলে।

প্রশ্ন-১০: এক ওহম রোধ কি?

উত্তর: যে পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য ১ ভোট হলে তার মধ্য দিয়ে এক এ্য়াম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে সেই পরিবাহকের রোধকে এক ওহম রোধ বলে।

প্রশ্ন-১১: জুলের প্রথম সূত্রটি লেখ?

উত্তর: বিদ্যুৎবাহী পরিবাহী এবং বিদ্যুৎ প্রবাহ কাল অপরিবর্তিত থাকলে পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের দরুণ উদ্ভ‚ত তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক।

প্রশ্ন-১২: তাপ উৎপাদন স¤পর্কিত জুলের তৃতীয় সূত্র।

উত্তর: এবং বিদ্যুৎ প্রবাহমাত্রা অপরিবর্তিত থাকলে পরিবাহিতা বিদ্যুৎ প্রবাহের দরুণ উদ্ভ‚ত তাপ প্রবাহকালের সমানুপাতিক।

প্রশ্ন-১৩: এক কিলোওয়াট ঘন্টা কি?

উত্তর: এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র এক ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাই এক কিলোওয়াট ঘন্টা।

প্রশ্ন-১৪: ১ ইলেকট্রন ভোল্ট কি?

উত্তর: তড়িৎ ক্ষেত্রের বা তড়িৎ বর্তনের যেকোনো এক দুটি বিন্দুর মধ্যকার বিভক্ত হলে এদের একটি হতে অপরটিতে একটি ইলেকট্রন স্থানান্তরে যে কাজ করতে হয় তাকে এক ইলেকট্রন ভোল্ট বলে।

প্রশ্ন-১৫: তাপের যান্ত্রিক ক্ষমতা কাকে বলে?

উত্তর: এক একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় বা এক একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ করা যায় তাকে তাদের যান্ত্রিক সমতা বলে।

প্রশ্ন-১৬: তড়িচ্চালক বল কি?

উত্তর: একক ধনাত্মক চার্জ কে বর্তনীর কোন এক বিন্দু থেকে উৎস সহ স¤পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ঐ বিন্দুতে আনতে যে কাজ হয় বা উচ্ছের চেয়ে শক্তি ব্যয় হয় তাকে উৎসের তড়িচ্চালক বল বলে।

প্রশ্ন-১৭: অভ্যান্তরীণ রোধ ?

উত্তর: কোষের অভ্যান্তরে বিদ্যুৎ প্রবাহ যে পরিমাণ বাধা প্রাপ্ত হয় তাই কোষের অভ্যান্তরীণ রোধ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন